প্রকাশিত: সেপ্টেম্বর ২৭, ২০২৫
গাজায় চলমান ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে জাতিসংঘ সাধারণ পরিষদে বেনিয়ামিন নেতানিয়াহুর ভাষণ বর্জন করেছে বাংলাদেশ।
শুক্রবার নেতানিয়াহুর বক্তব্য দেওয়ার সময় উপস্থিত থাকার জন্য মঞ্চে দাঁড়ানো সহ আরও বহু দেশের কূটনীতিকদের সঙ্গে বাংলাদেশের প্রতিনিধিরাও অধিবেশন কক্ষ ত্যাগ করেন।
জাতিসংঘের অধিবেশনে নেতানিয়াহু যখন ভাষণ দিচ্ছিলেন, তখন মুসলিম ও আরব বিশ্বের প্রায় সব দেশ, আফ্রিকার অধিকাংশ দেশ এবং ইউরোপের কয়েকটি দেশের আসন ফাঁকা দেখা যায়। বাংলাদেশের নির্ধারিত আসনটিও এ সময় খালি ছিল, যা ফিলিস্তিনিদের প্রতি বাংলাদেশের সমর্থনের বহিঃপ্রকাশ।
প্রতিনিধিদের এই গণ ওয়াকআউটের মধ্যেই দর্শক সারিতে উপস্থিত নেতানিয়াহুর সমর্থকরা করতালি দিয়ে তাকে উল্লাস প্রকাশ করেন। এর ফলে অধিবেশন কক্ষে এক ধরনের বিভক্ত পরিবেশ তৈরি হয়।
ভাষণে নেতানিয়াহু ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়া দেশগুলোর তীব্র সমালোচনা করেন। তিনি এ পদক্ষেপকে নিছক পাগলামি এবং মর্যাদাহানিকর হিসেবে অভিহিত করে বলেন, “আমরা তা কখনো হতে দেবো না।”
এছাড়াও, হামাসের হাতে আটক থাকা ইসরায়েলি জিম্মিদের উদ্দেশ্যে তিনি বলেন, “আমরা তাদের ভুলিনি, এক সেকেন্ডের জন্যও ভুলিনি। ইসরায়েলের জনগণ তাদের সঙ্গে আছে।”