করুরে থালাপাতি বিজয়ের সমাবেশে পদদলিত হয়ে নিহত অন্তত ৩৬

প্রকাশিত: সেপ্টেম্বর ২৭, ২০২৫

  • শেয়ার করুন

তামিল সিনেমার সুপারস্টার ও নবগঠিত রাজনৈতিক দল তামিলাগা ভেত্রি কাজগম (TVK)-এর প্রতিষ্ঠাতা থালাপাতি বিজয়ের সমাবেশে এক হৃদয়বিদারক ঘটনা ঘটেছে। শনিবার (২৭ সেপ্টেম্বর) তামিলনাড়ুর করুরে পদদলিত হয়ে অন্তত ৩৬ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে তিনজন শিশু রয়েছে।

ঘটনাস্থলের পরিস্থিতি
স্থানীয় সূত্র এবং হাসপাতালের বরাত দিয়ে এনডিটিভি জানিয়েছে, নিহতদের বেশিরভাগই TVK-এর সমর্থক ছিলেন। তারা প্রায় ছয় ঘণ্টা ধরে সমাবেশে অপেক্ষা করছিলেন। বিজয় দেরিতে সমাবেশস্থলে পৌঁছালে ভিড় নিয়ন্ত্রণে সমস্যা হয় এবং পদদলনের ঘটনা ঘটে।

সরকার ও প্রশাসনের পদক্ষেপ
তামিলনাড়ুর স্বাস্থ্যমন্ত্রী এম সুব্রামানিয়ান দ্রুত করুরে পৌঁছে পরিস্থিতি তদারকি করছেন। এ ছাড়া মুখ্যমন্ত্রী এম কে স্টালিন জেলা সচিব ভি সেন্টিলবালাজিকে ঘটনাস্থলে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার নির্দেশ দিয়েছেন। এক্স (সাবেক টুইটার)-এ দেওয়া বিবৃতিতে স্টালিন বলেন, “করুর থেকে আসা খবর অত্যন্ত উদ্বেগজনক। আমি নির্দেশ দিয়েছি, পদদলিত হয়ে আহতদের দ্রুত চিকিৎসার ব্যবস্থা করা হোক।”

থালাপাতি বিজয় ও রাজনীতি
সম্প্রতি থালাপাতি বিজয় ঘোষণা দেন, অভিনয় ছেড়ে তিনি রাজনীতিতে মনোযোগ দেবেন। মুক্তির অপেক্ষায় থাকা ‘জন নায়ক’ তার অভিনীত শেষ সিনেমা, যা তার ক্যারিয়ারের ৬৯তম ছবি। এ ছবিতে তিনি একজন রাজনীতিবিদের চরিত্রে অভিনয় করেছেন। বিজয় ২০২৬ সালের তামিলনাড়ু বিধানসভা নির্বাচনে অংশগ্রহণের লক্ষ্যেই দল গঠন করেছেন।

জনপ্রিয়তা ও পুরস্কার
ভারতের অন্যতম সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত এই অভিনেতা সাতবার ফোর্বস ইন্ডিয়ার সেলিব্রিটি ১০০ তালিকায় জায়গা করে নিয়েছেন। ক্যারিয়ারে তিনি পেয়েছেন ওসাকা সেরা অভিনেতা পুরস্কার, দক্ষিণ ভারতীয় আন্তর্জাতিক চলচ্চিত্র পুরস্কারসহ একাধিক সম্মাননা।

  • শেয়ার করুন