প্রকাশিত: সেপ্টেম্বর ২৯, ২০২৫
খুলনার লবনচরা এলাকায় সড়কের পাশ থেকে এক অজ্ঞাত বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২৯ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার দিকে খুলনা-মোংলা মহাসড়কের খানজাহান আলী সেতুর দিকে যাওয়ার পথে স্থানীয়রা মরদেহটি পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন।
লবনচরা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে। পুলিশের প্রাথমিক ধারণা, কোনো যানবাহনের ধাক্কায় ওই বৃদ্ধের মৃত্যু হয়েছে। নিহতের বয়স আনুমানিক ৮০ বছর বলে জানা গেছে। তবে এখনো তার পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।
পুলিশ জানায়, মরদেহ ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।