খুলনায় ২৪ ঘণ্টায় ৪ জনের মরদেহ উদ্ধার

প্রকাশিত: সেপ্টেম্বর ৩০, ২০২৫

  • শেয়ার করুন

সোমবার (২৯ সেপ্টেম্বর) থেকে মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) সকাল পর্যন্ত ভিন্ন ভিন্ন এলাকা থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

মঙ্গলবার সকাল ১০টার দিকে খুলনা রেল স্টেশনের প্লাটফর্ম থেকে প্রিন্স নামে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে।

রেলওয়ের নিরাপত্তা বাহিনীর হাবিলদার ওহিদ খান বলেন, ‘স্টেশনের প্লাটফর্ম থেকে যে যুবকের লাশ উদ্ধার করা হয়েছে তার বয়স আনুমানিক ২৫ বছর। তিনি স্টেশন সংলগ্ন একটি হোটেলের কর্মচারী ছিলেন।’

সোমবার (২৯ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে রূপসা উপজেলার জাবুসা চৌরাস্তা এলাকায় সড়কের পাশে বিল থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করে পুলিশ।রূপসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহফুজুর রহমান বলেন, ‘৯৯৯ এর মাধ্যমে বিলে একটি মরদেহ ভাসছে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। সেখান থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়। কিভাবে তিনি মারা গেছেন ও পরিচয় শনাক্তের জন্য পুলিশ কাজ করছে। ময়নাতদন্তের জন্য মরদেহ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।’

সোমবার এই ঘটনার কিছু সময় আগে রাত সাড়ে ৭ টার দিকে নগরীর লবণচরা এলাকায় খুলনা-মোংলা মহাসড়কের পাশ থেকে এক অজ্ঞাতপরিচয় বৃদ্ধের মরদেহ উদ্ধার করে পুলিশ।লবণচরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাওলাদার সানওয়ার হুসাইন মাসুম বলেন, ‘থানা থেকে খানজাহান আলী সেতুর দিকে যাওয়ার পথে মহাসড়কের পাশে সিটি করপোরেশনের ফেলা মাটির উপরে ওই বৃদ্ধ পড়েছিলেন। কোনো যানবাহন তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায় বলে ধারণা করছি। মৃতের বয়স আনুমানিক ৮০ বছর।’

এর আগে, খুলনার বটিয়াঘাটায় পুকুরে পড়ে জোসনা কুণ্ডু (৭৭) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়। রোববার রাতে পুকুরে থালাবাটি পরিষ্কারের সময় পুকুরে পড়ে তিনি যান। রাতের মাঝামাঝি সময়ে তার মরদেহ ভেসে ওঠে।বটিয়াঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুর রহিম বলেন, ‘জোসনা কুণ্ডু শারীরিকভাবে অসুস্থ ছিলেন। রোববার রাতে তিনি বাড়ির সামনের পুকুরে থালাবাটি পরিষ্কার করছিলেন। এ সময় বাড়িতে কেউ ছিল না। পরিবারের সদস্যরা বাড়িতে ফিরে তাকে না পেয়ে চারিদিকে খুঁজতে থাকেন। বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও না পেয়ে একপর্যায়ে পুকুরে ভাসমান দেখতে পেয়ে স্থানীয় পুলিশ ফাঁড়িতে খবর দিলে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে। সোমবার সকালে মরদেহ ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।’
ns/somoynews

  • শেয়ার করুন