প্রকাশিত: অক্টোবর ৩, ২০২৫
খুলনার দৌলতপুর থানাধীন মহেশ্বরপাশা নয়াপাড়া এলাকায় বটি দিয়ে কুপিয়ে শরীফুল ইসলাম বাবু (৫০) নামের এক ব্যক্তিকে গুরুতর আহত করেছে তার প্রতিবেশী ফিরোজ। শুক্রবার (৩ অক্টোবর) বিকেল সাড়ে ৩টার দিকে এ ঘটনা ঘটে।
আহত বাবু ওই এলাকার মফিজুল ইসলামের ছেলে। স্থানীয়রা তাকে গুরুতর অবস্থায় উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।
দৌলতপুর থানার ওসি (তদন্ত) জাহিদুল ইসলাম জানান, অভিযুক্ত ফিরোজ বাক প্রতিবন্ধী স্বভাবের এবং তিনি চা বিক্রির ব্যবসা করেন। কয়েক দিন আগে বাবু তার স্ত্রীকে উদ্দেশ্য করে উস্কানিমূলক কথা বলেছিলেন। এ নিয়ে ক্ষুব্ধ হয়ে স্ত্রী সন্তানকে নিয়ে বাড়ি ছেড়ে চলে যান। এছাড়া বাবু প্রায়ই ফিরোজের চায়ের দোকানে বাকি খেয়ে টাকা পরিশোধ করতেন না। এসব ঘটনার জের ধরে শুক্রবার বিকেলে ফিরোজ বটি দিয়ে বাবুকে কুপিয়ে জখম করেন।
তিনি আরও জানান, ঘটনার পর ফিরোজ নিজেই থানায় গিয়ে আত্মসমর্পণ করেছে। বর্তমানে সে পুলিশের হেফাজতে রয়েছে।