প্রকাশিত: অক্টোবর ৩, ২০২৫
বাগেরহাটের স্থানীয় দৈনিক ভোরের চেতনা পত্রিকার স্টাফ রিপোর্টার ও পৌর বিএনপির নেতা হায়াত উদ্দিন (৪২) সন্ত্রাসীদের হামলায় নিহত হয়েছেন। শুক্রবার (৩ অক্টোবর) সন্ধ্যায় পৌর শহরের হাড়িখালি এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র জানায়, হামলার পর গুরুতর আহত অবস্থায় হায়াত উদ্দিনকে উদ্ধার করে দ্রুত খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে পৌঁছানোর পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত হায়াত উদ্দিন বাগেরহাট পৌর শহরের হাড়িখালি এলাকার বাসিন্দা ও নিজাম উদ্দিনের ছেলে। সাংবাদিকতার পাশাপাশি তিনি রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। সম্প্রতি তিনি বাগেরহাট পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচনে অংশ নেন।
বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ-উল-হাসান জানান, সন্ত্রাসীদের হামলায় বিএনপি নেতা ও সাংবাদিক হায়াত উদ্দিন নিহত হয়েছেন। তার মরদেহ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রাখা হয়েছে। হত্যাকাণ্ডের পেছনের কারণ উদঘাটনে পুলিশের একাধিক টিম মাঠে কাজ করছে।
পুলিশ জানায়, কারা এবং কী কারণে এ হত্যাকাণ্ড ঘটিয়েছে তা প্রাথমিকভাবে পরিষ্কার নয়। তবে ঘটনার রহস্য উদঘাটনে তদন্ত অব্যাহত রয়েছে।