প্রধান উপদেষ্টার কাছ থেকে একটি বার্তা পেয়ে আমি আনন্দিত হয়েছি: শহিদুল আলম

প্রকাশিত: অক্টোবর ৫, ২০২৫

  • শেয়ার করুন

গাজায় মানবিক সহায়তা পৌঁছানোর উদ্যোগে থাকা জাহাজ বহরের বর্তমান অবস্থান নিয়ে অনেকে প্রশ্ন তুলছেন বলে জানিয়েছেন দৃক গ্যালারির ব্যবস্থাপনা পরিচালক ও আলোকচিত্রী শহিদুল আলম।

রোববার (৫ অক্টোবর) বাংলাদেশ সময় দুপুর ১২টার পর নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি লিখেছেন, অনেকে জানতে চাইছেন—“আপনারা এখন কোথায়?” এবং “আর কত সময় লাগবে?”। প্রথম প্রশ্নের উত্তরে তিনি জানান, তাদের জাহাজ Conscience ও Thousand Madleen-এর গতিপথ সরাসরি অনুসরণ করা যাচ্ছে ফরেনসিক আর্কিটেকচারের ট্র্যাকার ওয়েবসাইটে (https://globalsumudflotilla.org/tracker/)।

দ্বিতীয় প্রশ্ন প্রসঙ্গে শহিদুল আলম বলেন, যাত্রা সম্পন্ন হওয়ার সময় নির্ভর করছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)-এর প্রতিক্রিয়ার ওপর। তার আশঙ্কা, অতীত অভিজ্ঞতা অনুযায়ী তাদের গাজায় পৌঁছাতে দেওয়া হবে না, বরং গ্রেপ্তার করে বহিষ্কার করা হতে পারে অথবা কারাগারে পাঠানো হতে পারে। কখন, কোথায় এমন পরিস্থিতি ঘটবে—তা আগে থেকে বলা অসম্ভব বলেও তিনি মন্তব্য করেন।

পোস্টে তিনি বিশ্ববাসীর প্রতি আহ্বান জানিয়ে লেখেন, “আপনারা যদি মাঠপর্যায়ে এমন কোনো পদক্ষেপ নিতে পারেন, যা আমাদের গাজায় পৌঁছাতে সহায়তার জন্য চাপ সৃষ্টি করবে, তবে সেটিই হবে সবচেয়ে কাঙ্ক্ষিত ফলাফল। সেটি সম্ভব হবে কেবল তখনই, যখন ইসরায়েলের ওপর যথেষ্ট জনমত ও আন্তর্জাতিক চাপ তৈরি হবে।”

তিনি আরও উল্লেখ করেন, আজ সকালে নোবেলজয়ী অধ্যাপক মুহাম্মদ ইউনূসের কাছ থেকে পাওয়া সংহতির বার্তা তাকে অনুপ্রাণিত করেছে। এছাড়া দেশবাসী ও আন্তর্জাতিক শুভানুধ্যায়ীদের সহযোগিতা এবং সমর্থন তার জন্য অনুপ্রেরণার উৎস বলেও জানান শহিদুল আলম।

  • শেয়ার করুন