প্রকাশিত: অক্টোবর ১০, ২০২৫
খুলনা জেলার কয়রা উপজেলায় যৌথ অভিযানে ৪৪ কেজি হরিণের মাংসসহ এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ ও নৌবাহিনী। আটক ব্যক্তির নাম সেলিম হাওলাদার। তিনি কয়রা উপজেলার ৬নং কয়রা গ্রামের মৃত এইচ এম শওকত হোসেনের ছেলে।
পুলিশ জানায়, বৃহস্পতিবার (৯ অক্টোবর) দিনগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে নৌবাহিনী ও কয়রা থানা পুলিশের যৌথ দল সেলিম হাওলাদারের বাড়িতে অভিযান চালায়। এ সময় তার ফ্রিজ থেকে ৪৪ কেজি হরিণের মাংস উদ্ধার করা হয়। পরে তাকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়।
কয়রা থানার উপপরিদর্শক (এসআই) তারিক মাহমুদ বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সেলিম হাওলাদারের বাড়ি থেকে ৪৪ কেজি হরিণের মাংস উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করা হয়েছে।”
অভিযান শেষে উদ্ধারকৃত মাংসের নমুনা সংরক্ষণ করা হয়েছে এবং পুরো বিষয়টি তদন্তাধীন বলে জানিয়েছে পুলিশ।