খুলনায় নিখোঁজের তিন দিন পর শিশু জিসানের মরদেহ উদ্ধার

প্রকাশিত: অক্টোবর ১১, ২০২৫

  • শেয়ার করুন

খুলনায় নিখোঁজের তিন দিন পর সাত বছর বয়সী শিশু জিসানের মরদেহ মাটিতে পুঁতে রাখা অবস্থায় উদ্ধার করেছে নৌবাহিনীর গোয়েন্দা শাখা ও দিঘলিয়া থানা পুলিশ। শুক্রবার (১১ অক্টোবর) বিকেলে দৌলতপুর খেয়াঘাট সংলগ্ন একটি বাড়ি থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত জিসান খুলনার মণ্ডল জুট মিলে কর্মরত আলমগীর হোসেনের ছেলে। তারা ওই মিলের কলোনি এলাকায় বসবাস করতেন। গত ৯ অক্টোবর বিকেলে জিসান বাড়ি থেকে বের হওয়ার পর আর ফিরে আসেনি। পরিবার থেকে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি ও সংবাদপত্রে নিখোঁজ বিজ্ঞপ্তি প্রকাশের পরও তার কোনো সন্ধান মেলেনি।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে যৌথ অভিযানে দৌলতপুর খেয়াঘাট এলাকার একটি আলিশান বাড়ির পেছনের মাটিতে শিশুটির মরদেহ পুঁতে রাখা অবস্থায় পাওয়া যায়। মরদেহ উদ্ধারের পর তা খুলনার ২৫০ শয্যা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

এ ঘটনায় জড়িত থাকার সন্দেহে আব্দুল হান্নানের ছেলে ফয়সালকে খালিশপুর থানা পুলিশ আটক করেছে। তার দেওয়া তথ্যের ভিত্তিতেই অভিযান চালিয়ে জিসানের মরদেহ উদ্ধার করা হয়। ফয়সালের খেয়াঘাট এলাকায় একটি মুদির দোকান রয়েছে বলে জানা গেছে।

পুলিশ আরও জানায়, শিশুটির দেহে একাধিক স্থানে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, জিসানকে হত্যার পর মরদেহটি গোপনে মাটিতে পুঁতে রাখা হয়।

এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন বলে জানিয়েছেন দিঘলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)।

  • শেয়ার করুন