প্রকাশিত: অক্টোবর ১৯, ২০২৫
খুলনার রূপসা উপজেলার পূর্ব রূপসার বাগমারা এলাকায় ক্যানেল থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতের নাম রেজাউল ইসলাম (২০), তিনি স্থানীয় চা বিক্রেতা আঃ হাকিমের ছেলে।
রোববার (১৯ অক্টোবর) সকালে স্থানীয়রা ক্যানেলে ভাসমান মরদেহটি দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। পরে রূপসা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।
স্থানীয়রা জানিয়েছেন, রেজাউল দীর্ঘদিন ধরে এলাকায় চা বিক্রি করতেন। শুক্রবার রাত থেকে তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরদিন সকালে ক্যানেলে তার নিথর দেহ ভেসে ওঠে।
রূপসা থানার পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, প্রাথমিকভাবে ঘটনাটি রহস্যজনক মনে হচ্ছে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
হঠাৎ এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পরিবার ও স্বজনরা কান্নায় ভেঙে পড়েছেন।