প্রকাশিত: অক্টোবর ২১, ২০২৫
খুলনার তেরখাদা উপজেলায় প্লাস্টিকের বস্তায় মোড়ানো এক নবজাতক কন্যাশিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২১ অক্টোবর) ভোরে উপজেলার শেখপুরা মধ্যপাড়ার জামের মসজিদের পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। ঘটনাটি জানাজানি হলে এলাকায় নেমে আসে শোক ও ক্ষোভের ছায়া।
স্থানীয়রা জানান, ভোরের দিকে মসজিদের পাশে পড়ে থাকা একটি প্লাস্টিকের বস্তা দেখে সন্দেহ হয় তাঁদের। পরে বস্তাটি খুলে নবজাতকের মরদেহ দেখতে পান তাঁরা। খবর পেয়ে তেরখাদা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।
তেরখাদা থানার উপপরিদর্শক (এসআই) মেহেদী হাসান বলেন, “খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থল পরিদর্শন করেছি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, রাতের কোনো একসময় অজ্ঞাত কেউ নবজাতকটিকে সেখানে ফেলে যায়। ঘটনাটি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।”
তিনি আরও জানান, নবজাতকটির বয়স আনুমানিক এক দিন হবে। এখনো তার পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। পরিচয় শনাক্ত না হলে মরদেহটি আঞ্জুমান মুফিদুল ইসলাম-এর মাধ্যমে বেওয়ারিশ হিসেবে দাফনের ব্যবস্থা করা হবে।
এই মর্মান্তিক ঘটনায় এলাকায় নেমে এসেছে গভীর শোক ও ক্ষোভের ছায়া। স্থানীয়রা বলেন, একটি নিষ্পাপ নবজাতককে এভাবে ফেলে যাওয়ার ঘটনা মানবতাবিরোধী। তাঁরা দ্রুত ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।