অসামাজিক কার্যক্রমে জড়িত ১১ জন গ্রেফতার: কেএমপি

প্রকাশিত: অক্টোবর ২১, ২০২৫

  • শেয়ার করুন

খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) খুলনা সদর থানা পুলিশ অসামাজিক কার্যক্রমের অভিযোগে ১১ জনকে গ্রেফতার করেছে। রবিবার (২০ অক্টোবর ২০২৫) রাতে ডাকবাংলা মোড়স্থ হোটেল খুলনা গার্ডেন আবাসিক ও লোয়ার যশোর রোডস্থ হোটেল এনিটা আবাসিকে পৃথক অভিযানে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন— হাসিব (২৫), পিতা মো. আলম, ঠিকানা: রেলওয়ে নিউ কলোনী, খুলনা সদর; সোনিয়া খাতুন (২৩), পিতা সিরাজুল ইসলাম, ঠিকানা: কৈখালী, সাতক্ষীরা সদর; লিমা খাতুন (২৩), পিতা মো. লিটন, ঠিকানা: সরিষামুড়ি, বেতাগী, বরগুনা; অনু আক্তার (১৯), পিতা মো. লিটন শেখ, ঠিকানা: দক্ষিণ নন্দনপুর, রূপসা, খুলনা; ফারা হোসেন ইতি (৩৬), পিতা মৃত আফতাব হোসেন, ঠিকানা: সোনাখালি, ফকিরহাট, বাগেরহাট (বর্তমান ঠিকানা: হাফিজনগর, সোনাডাঙ্গা মডেল); রমজান মোড়ল (২৪), পিতা আমজেদ, ঠিকানা: বাধাল, শ্রীফলতলা, রূপসা, খুলনা; নয়ন মোল্যা (৩২), পিতা বারেক মোল্যা, ঠিকানা: তৈয়বা কলোনী, খালিশপুর; মো. মাকসুদুল ইসলাম (২৪), পিতা মো. সুরমান মোল্যা, ঠিকানা: পাতাখালী, শ্যামনগর, সাতক্ষীরা; সাব্বির হাওলাদার (১৮), পিতা মো. সোহাগ হাওলাদার, ঠিকানা: কলবাড়ী, নলছিটি, ঝালকাঠি; ফাতেমা (২৮), পিতা ঈমান খান, ঠিকানা: মহাজন, নড়াগাতী, নড়াইল; এবং তামান্না (৩০), পিতা গহর আলী হাওলাদার, ঠিকানা: টুটপাড়া দিলখোলা রোড, খুলনা সদর।

অভিযানের সময় তাদের অসামাজিক কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে আটক করা হয়। পরে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন খুলনা মেট্রোপলিটন পুলিশের সদর থানা সূত্র।

  • শেয়ার করুন