রকিবুল ইসলাম বকুলের হস্তক্ষেপে খুলনা মহানগর বিএনপিতে ঐক্য

প্রকাশিত: অক্টোবর ২৩, ২০২৫

  • শেয়ার করুন

বিএনপির কেন্দ্রীয় নেতা রকিবুল ইসলাম বকুলের হস্তক্ষেপে বিভেদ ঠেলে এক হয়েছেন খুলনা মহানগর বিএনপির সভাপতি শফিকুল আলম মনা ও সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন। গত দুই দিন ধরে তারা একসঙ্গে ধানের শীষের পক্ষে লিফলেট বিতরণ ও গণসংযোগ করছেন। সেখানে দুই নেতার অনুসারী মহানগর বিএনপির বর্তমান কমিটি ও অঙ্গ সংগঠনের নেতারা ঐক্যবদ্ধভাবে অংশ নিচ্ছেন। নেতাকর্মীদের মাঝে স্বস্তি ফিরেছে।

এদিকে খুলনা মহানগর বিএনপির সাবেক সভাপতি ও খুলনা-২ আসনের সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম মঞ্জু পৃথকভাবে নির্বাচনী গণসংযোগ করছেন। মহানগর বিএনপির বিগত কমিটির নেতাকর্মীরা তাঁর পক্ষে প্রচারে অংশ নিচ্ছেন। সামাজিক মাধ্যমেও তারা মঞ্জুর প্রার্থিতার বিষয়ে ব্যাপক প্রচারণা চালাচ্ছেন।
দলীয় নেতাকর্মীরা জানান, চলতি বছরের শুরু থেকেই খুলনা-২ আসনে প্রার্থী হতে তৎপরতা শুরু করেন খুলনা মহানগরের সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন। তখন নগর সভাপতি শফিকুল আলম মনা কেসিসির মেয়র পদে প্রার্থী হবেন–এমন প্রচার ছিল। গত মাস থেকে খুলনা-২ আসনে ধানের শীষের মনোনয়ন চেয়ে আনুষ্ঠানিকভাবে গণসংযোগ শুরু করেন তুহিন। গত ৯ অক্টোবর থেকে মনাও খুলনা-২ আসনে প্রার্থী হিসেবে প্রচারণা শুরু করেন।

এতে মহানগর বিএনপি ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীরা দুই নেতার পক্ষে বিভক্ত হয়ে পড়েন। অন্য নেতার পক্ষে প্রচারণায় অংশ নেওয়ায় হুমকি, চাপ প্রয়োগের ঘটনাও ঘটে। বিএনপির কয়েকজন নেতা জানান, গত ১৫ অক্টোবর খুলনায় আসেন বিএনপির কেন্দ্রীয় ছাত্রবিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল। ওই রাতে দলীয় কার্যালয়ে নগর বিএনপির শীর্ষ নেতাদের নিয়ে জরুরি সভা করেন তিনি। ভোর পর্যন্ত চলা দীর্ঘ ওই সভায় ব্যক্তিকেন্দ্রিক প্রচার কার্যক্রম ও গ্রুপিং বন্ধ এবং মহানগর বিএনপির সব নেতাকর্মীকে সঙ্গে নিয়ে শুধু তারেক রহমানের ৩১ দফা ও ধানের শীষ প্রতীকের প্রচার চালানোর নির্দেশ দেওয়া হয়। ওইদিন থেকেই মনা ও তুহিনের পৃথক প্রচার বন্ধ হয়ে যায়।

গত দুদিন থেকে দুই নেতা একসঙ্গে ধানের শীষের পক্ষে প্রচার চালাচ্ছেন। সেখানে মহানগর বিএনপি, অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা অংশ নিচ্ছেন।
জানতে চাইলে বিএনপির কেন্দ্রীয় নেতা রকিবুল ইসলাম বকুল বলেন, দল এখনও মনোনয়ন চূড়ান্ত করেনি। সেখানে ব্যক্তি প্রচার চালিয়ে দলের মধ্যে বিভেদ-গ্রুপিং করতে নিষেধ করা হয়েছে। এতে তৃণমূল কর্মীরাও বিব্রতকর অবস্থায় পড়েছে। এ অবস্থায় সবাইকে নিয়ে একসঙ্গে প্রচার চালাতে নির্দেশনা দেওয়া হয়েছে। পরে যিনি মনোনয়ন পাবেন সবাই তাঁর পক্ষে কাজ করবেন।
শফিকুল আলম তুহিন বলেন, ধানের শীষের পক্ষে আমরা একসঙ্গে প্রচার চালাচ্ছি। যে কোনো সময়ের তুলনায় মহানগর বিএনপির এখন ঐক্যবদ্ধ।
শফিকুল আলম মনা বলেন, একসঙ্গে গণসংযোগ করছি। ৪-৫ বছর যারা রাজপথে ছিলেন, আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন তাদের কাউকে মনোনয়ন দেওয়ার জন্য দলের কাছে আবেদন জানাই।
ns/samakal

  • শেয়ার করুন