প্রকাশিত: অক্টোবর ২৬, ২০২৫
খুলনা মহানগরীর খানজাহান আলী থানাধীন আটরাগিলাতলা মাতমদাঙ্গা এলাকার ল্যাটেক্স প্লান্টের পেছনে রেলের কালভার্টের নিচ থেকে এক অজ্ঞাতপরিচয় যুবকের (২৫) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২৫ অক্টোবর) দুপুর আনুমানিক ১২টার দিকে স্থানীয়রা মরদেহটি ভাসতে দেখে থানায় খবর দেন।
খবর পেয়ে খানজাহান আলী থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। এ সময় পিবিআই খুলনার পাঁচ সদস্যের একটি দল, ইন্সপেক্টর আব্দুল আল মামুন বিশ্বাসের নেতৃত্বে, ঘটনাস্থল পরিদর্শন করেন।
পুলিশ জানায়, নিহত যুবকের বাম হাতের কনুইয়ের উপরের অংশ ভাঙা ছিল এবং সেখানে ক্ষতের চিহ্ন রয়েছে। এছাড়া বাম চোয়াল, মাথার পেছনে আঘাতের দাগ এবং থুতনিতে প্রায় দেড় ইঞ্চি লম্বা কাটা চিহ্ন পাওয়া গেছে।
খানজাহান আলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তুহিনুজ্জামান বলেন, “দুপুর ১টার দিকে খবর পেয়ে আমরা ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করি। এখনো নিহতের পরিচয় শনাক্ত করা যায়নি। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর কারণ নিশ্চিতভাবে বলা যাবে।”
পুলিশ মরদেহটি উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করেছে। ঘটনাটি তদন্ত করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।