খুলনায় ‘০৭-‘০৯ ব্যাচের পূর্ণমিলনী উপলক্ষে বাস্তবায়ন কমিটি গঠিত

প্রকাশিত: অক্টোবর ৩১, ২০২৫

  • শেয়ার করুন

খবর বিজ্ঞপ্তি : এসএসসি ২০০৭ ও এইচএসসি ২০০৯ ব্যাচের প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী অনুষ্ঠান সফলভাবে আয়োজনের লক্ষ্যে খুলনায় “জিটুজি বাস্তবায়ন কমিটি” গঠন করা হয়েছে। শুক্রবার (৩১ অক্টোবর) সন্ধ্যায় নগরীর পিকচার প্যালেস মোড়ে অস্থায়ী কার্যালয়ে আয়োজিত প্রস্তুতি সভায় এ কমিটি গঠন করা হয়।

সভায় উপস্থিত প্রাক্তন শিক্ষার্থীরা অনুষ্ঠানের কার্যক্রম, সম্ভাব্য তারিখ, স্থান ও বাজেট নিয়ে মতবিনিময় করেন। আলোচনার পর সর্বসম্মতিক্রমে মো. আবুল কালাম আজাদকে আহ্বায়ক করে ৩০ সদস্য বিশিষ্ট বাস্তবায়ন কমিটি গঠন করা হয়।

সভায় সিদ্ধান্ত হয়, আগামী ২৬ ডিসেম্বর (শুক্রবার) খুলনার খালিশপুরের মুজগুন্নি এলাকায় উল্লাস অ্যামিউজমেন্ট পার্কে দিনব্যাপী ২০২৫ সালের খুলনা জিটুজি অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

সভায় জানানো হয়, এবারের পুনর্মিলনীকে স্মরণীয় করে তুলতে থাকবে নানান আয়োজন—সাংস্কৃতিক অনুষ্ঠান, পুরনো স্মৃতিচারণ, ব্যাচমেটদের সংবর্ধনা এবং বিশেষ অতিথিদের অংশগ্রহণ।

কমিটির আহ্বায়ক মো. আবুল কালাম আজাদ বলেন, “এই পুনর্মিলনী কেবল একটি আনন্দঘন মিলন নয়, বরং আমাদের বন্ধুত্ব ও সম্পর্কের বন্ধনকে আরও দৃঢ় করার একটি সুযোগ।”

সভায় উপস্থিত ছিলেন খায়রুল আলম রাজু, শামীম স্পর্শ, রবিউল ইসলাম রানা, শেখ রবি, স্পর্শ শিপলু, মো. আনিছুর রহমান, হাসানুর রহমান তানজির, জিয়াউল হক, মিলন হাওলাদার, আরফান শাহ বাবু, মো. আব্দুস সামাদ রাজু, মো. বিল্লাল হোসেন, মো. হীরা, আলী নেওয়াজ, তৌহিদ খান, মো. ইস্রাফীল শেখ, সাদিয়া ইয়াসমিন, ফাতেমা আক্তার প্রমুখ।

  • শেয়ার করুন