টিএসসি এলাকায় পরপর দুটি ককটেল বিস্ফোরণ

প্রকাশিত: নভেম্বর ১৩, ২০২৫

  • শেয়ার করুন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) টিএসসি এলাকায় পরপর দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। আজ বুধবার ১২ নভেম্বর রাত ৯টা ২০ মিনিটের দিকে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষশর্দীরা জানান, রাজু ভাস্কর্যের সাইডে মেট্রোস্টেশনের নিচে দুর্বৃত্তরা ককটেল মারে। ককটেলটি এক সংবাদকর্মীর বাইকে লাগে এবং বাইক ক্ষতিগ্রস্ত হয়।

এদিকে ককটেল বিস্ফোরণের পরেই ক্যাম্পাস উত্তপ্ত হয়ে ওঠে। সাধারণ শিক্ষার্থীরা ক্যাম্পাসে মিছিল বের করে। এ সময় ‘একটা একটা লীগ ধর, ধরে ধরে জেলে ভর’ স্লোগান দেন তারা।

কয়েকজন পথচারী জানান, কে বা কারা সোহরাওয়ার্দী উদ্যানের ভেতর থেকে ককটেল দুটি ছোড়ে। টিএসসির সামনে বোমা দুটি বিস্ফোরিত হয়। এতে একজন সামান্য আহত হয়েছেন। তবে গুরুতর কোনো ক্ষতি কারও হয়নি।

জানা যায়, ককটেল দুটি বিস্ফোরণের পরপরই আশপাশের শিক্ষার্থী ও জনগণ এগিয়ে আসে। সোহরাওয়ার্দী উদ্যানের ভেতরে যেখান থেকে ককটেল ছোড়া হয়েছে, তারা সেদিকে দৌড়ে যান দুষ্কৃতিদের ধরার উদ্দেশ্যে। তবে কাউকে সেখানে পাওয়া যায়নি।

ঘটনার কিছুক্ষণ পরই পুলিশ ঘটনাস্থলে আসে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডির সদস্যরাও একই সময় উপস্থিত হন।

  • শেয়ার করুন