প্রকাশিত: নভেম্বর ১৫, ২০২৫
এদেশের মানুষ ধর্মপ্রিয়, কিন্তু ধর্মান্ধ বা সাম্প্রদায়িক নয়, জামায়াতে ইসলামীকে উদ্দেশ্য করে বলেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দলটির সমালোচনা করে তিনি বলেন, আপনাদের মানুষ আর বিশ্বাস করে না, তাই আপনাদের ভোটও দেবে না।
শনিবার (১৫ নভেম্বর) বিকালে চাঁপাইনবাবগঞ্জ সরকারি কলেজ মাঠে ‘চলো জি ভাই, হাঁরঘে পদ্মা বাঁচাই’ ব্যানারে অনুষ্ঠিত গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন বিএনপি মহাসচিব।
ফারাক্কা বাঁধের ভয়াবহ ক্ষতি থেকে চাঁপাইনবাবগঞ্জসহ দেশকে বাঁচাতে জেলায় বিএনপির চলমান আন্দোলনের অংশ হিসেবে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।
জামায়াতকে উদ্দেশ্য করে মির্জা ফখরুল আরও বলেন, পাকিস্তানে আপনাদের নেতা মওদুদী বিরোধী দলে ছিলেন। আর বাংলাদেশের মানুষ আপনাদের সম্পর্কে জানে। আপনারা শুধু দেশের বিরুদ্ধেই ছিলেন না, আপনারা পাকিস্তান বাহিনীর সঙ্গে হাত মিলিয়ে এদেশের নিরীহ মানুষের ওপর নির্যাতন ও মা-বোনদের সম্মানহানি করেছেন। আমি একজন মুক্তিযোদ্ধা, তাই আমাদের ভুল বুঝিয়ে মাথা নোয়াতে পারবেন না।
তিনি বলেন, জামায়াতে ইসলামী ২০০১ সালের নির্বাচনে মাত্র ৫ শতাংশ ভোট পেয়েছে। বিএনপি মহাসচিব অভিযোগ করে বলেন, নির্বাচনের সময় পিছিয়ে দিতে একটি দল ষড়যন্ত্র করছে।
মির্জা ফখরুল বলেন, আপনারা (জামায়াত) তো অনেক আগে থেকেই নির্বাচনের প্রস্তুতি নিয়ে রেখেছেন। আপনাদের যত বিলবোর্ড-পোস্টার দেখলাম, তা তো অন্য কোনো দলের দেখলাম না।
নির্বাচন যত পিছিয়ে যাবে, দেশ তত দুর্বল হয়ে পড়বে, তাই প্রধান উপদেষ্টার ঘোষিত সময় অনুযায়ী ফেব্রুয়ারির মধ্যেই নির্বাচন হতে হবে, এ সময় তিনি নির্বাচনে না গেলে জামায়াতের অস্তিত্ব থাকবে না বলেও মন্তব্য করেন বিএনপি মহাসচিব
পানি বণ্টন ইস্যুতে উদ্বেগ জানিয়ে মির্জা ফখরুল বলেন, ২০২৬ সালে বাংলাদেশ-ভারত পানি বন্টন চুক্তি শেষ হবে। আমরা জানিনা এরপর ভারত কী পদক্ষেপ নেবে। আগামী নির্বাচনে যে সরকার আসবে, সে সরকার যদি শক্তিশালি না হয় তাহলে পদ্মার পানিতে আরও ক্ষতিগ্রস্ত হবে বাংলাদেশ।’
এর আগে সকালে চাঁপাইনবাবগঞ্জ পৌঁছে মহানন্দা নদীর ওপর নির্মিত রাবার ড্যাম পরিদর্শন করেন তিনি। সেখানে ভারতের সঙ্গে সমমর্যাদার ভিত্তিতে সম্পর্ক রাখার প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেন বিএনপি মহাসচিব।
গত দুই সপ্তাহ ধরে বাংলাদেশ–ভারতের অভিন্ন নদী পদ্মার ন্যায্য পানিবণ্টনের দাবিতে চাঁপাইনবাবগঞ্জে বিভিন্ন কর্মসূচি চলছে। ওই কর্মসূচির ধারাবাহিকতায় শনিবারের এই গণসমাবেশের আয়োজন করা হয়।
সমাবেশে চাঁপাইনবাবগঞ্জ ও রাজশাহীর বিএনপি প্রার্থীদের হাতে ধানের শীষ প্রতীক তুলে দেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং তাদের জন্য ভোট চান।