প্রকাশিত: নভেম্বর ১৬, ২০২৫
গণসংযোগের সময় কৃষকের ধান কেটে দিয়েছেন যশোর-৬ (কেশবপুর) সংসদীয় আসনে বিএনপির মনোনীত প্রার্থী, কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও ছাত্রদলের সাবেক সভাপতি রওনকুল ইসলাম শ্রাবণ। এসময় বিলের অন্য কৃষকরা তাকে হাত নেড়ে অভিবাদন জানান।
রবিবার (১৬ নভেম্বর) উপজেলার কেশবপুর সদর ইউনিয়নের খতিয়াখালী গ্রামের বিলের মধ্যে এক কৃষকের ধান কেটে দেন তিনি।
গণসংযোগে তার সঙ্গে থাকা কেশবপুর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সহ-সভাপতি অধ্যাপক আলাউদ্দীন বলেন, বিএনপির মনোনীত প্রার্থী রওনকুল ইসলাম শ্রাবণ গণসংযোগে বেরিয়ে খতিয়াখালী গ্রামের বিলে কৃষক আশুতোষ দাসের ক্ষেতের পাকা ধান কেটে সহযোগিতা করেন।
এসময় বিলের অন্যান্য কৃষকরা শ্রাবণের ধান কাটা দেখে প্রশংসা করেন।
কৃষক আশুতোষ দাস বলেন, আমি জমিতে ধান কাটতেছিলাম। এসময় বিএনপির মনোনীত প্রার্থী রওনকুল ইসলাম শ্রাবণ এসে আমার ধান কেটে দিয়েছে। এতে আমি অনেক খুশি হয়েছি। নির্বাচনে সে যেন ভালো করে এজন্য দোয়া করি।
গণসংযোগকালে তার সঙ্গে বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।