প্রতি ভোটকেন্দ্রে পাঁচজন করে সেনা সদস্য মোতায়েন চায় জামায়াত: মিয়া গোলাম পরওয়ার

প্রকাশিত: নভেম্বর ১৯, ২০২৫

  • শেয়ার করুন

আগারগাঁওয়ে নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে সংলাপে অংশ নিয়ে প্রতি ভোটকেন্দ্রে কমপক্ষে পাঁচজন সেনা সদস্য মোতায়েনের দাবি জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামি। বুধবার (১৯ নভেম্বর) সকালে দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেন, একজন করে সেনা সদস্য মোতায়েন করলে কার্যকর নিরাপত্তা নিশ্চিত হবে না।

তিনি আরও বলেন, প্রশাসনে রদবদল লটারির মাধ্যমে করা এবং ভোটার তালিকায় ছবি আরও স্পষ্ট করার উদ্যোগ নেওয়া প্রয়োজন। একই দিনে জাতীয় নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হলে জনগণের জন্য বিষয়টি বিভ্রান্তিকর হতে পারে বলেও মন্তব্য করেন পরওয়ার।

সংলাপে দলের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ ইসিকে আরও সাহসী হওয়ার আহ্বান জানান। তিনি ভোটকেন্দ্রে সিসি ক্যামেরা সংযোজন ও অবৈধ অস্ত্র উদ্ধার অভিযান জোরদারের পরামর্শ দেন।

জামায়াত প্রতিনিধি দলে থাকা ব্যারিস্টার শিশির মনির বর্তমান আচরণবিধির কিছু অস্পষ্টতার বিষয় তুলে ধরেন। তিনি বলেন, আচরণবিধি লঙ্ঘনের শাস্তি কে দেবে, কত সময়ের মধ্যে অভিযোগ নিষ্পত্তি হবে, কিংবা প্রার্থী ও দলকে কীভাবে পৃথকভাবে শাস্তি দেওয়া হবে- এসব বিষয় স্পষ্টভাবে উল্লেখ নেই।

তিনি আরও বলেন, সব আসনে সকল প্রার্থীর যৌথ নির্বাচনী আলোচনা বা সংলাপ বাধ্যতামূলক কিনা, তা পরিষ্কার নয়। এতে ইসির সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তৈরি হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।

  • শেয়ার করুন