প্রকাশিত: নভেম্বর ২৫, ২০২৫
পটুয়াখালীর গলাচিপায় সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল করেছে ইসলামী ছাত্রশিবির। মঙ্গলবার (২৫ অক্টোবর) বিকেলে আসরের নামাজের পর গলাচিপা কেন্দ্রীয় জামে মসজিদে উপজেলা ছাত্রশিবিরের উদ্যোগে এ দোয়ার আয়োজন করা হয়।
এ সময় ইসলামী ছাত্রশিবিরের গলাচিপা উপজেলা শাখার সভাপতি কাজী খাইরুল হাসান বলেন, বাংলাদেশের স্বাধীনতা, গণতন্ত্র ও সার্বভৌমত্ব রক্ষার লড়াইয়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ভূমিকা অনন্য। ফ্যাসিবাদী আওয়ামী সরকারের নানা নির্যাতনের মধ্যেও তিনি দৃঢ়চিত্তে মানুষের অধিকার আদায়ে লড়াই করেছেন।’
তিনি আরও বলেন, শারিরীক অসুস্থতায় তিনি এখন আইসিইউতে আছেন। তার সুস্থতা কামনায় আজ আমরা দোয়া মাহফিলের আয়োজন করেছি।
দোয়া মাহফিলে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রশিবিরের নেতা মো. সিফাতুল্লাহ, গলাচিপা সরকারি কলেজ শাখা ছাত্রশিবিরের সভাপতি রফিকুল ইসলামসহ নেতাকর্মীরা।
তোপের মুখে বাউল আবুল সরকার ইস্যুতে অবস্থান স্পষ্ট করল এনসিপি
বাউল শিল্পী আবুল সরকারকে ঘিরে ধর্ম অবমাননা বিতর্ক এবং তার জামিন দাবি করা মানববন্ধনে হামলার বিষয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। মঙ্গলবার (২৫ নভেম্বর) রাতে ধর্ম ও সম্প্রীতি সেল সম্পাদক তারেক রেজা স্বাক্ষরিত এক বিবৃতিতে বিষয়টি পরিষ্কার করা হয়।