দশ বছর নিঃসন্তান থাকার পর চট্টগ্রামে একসঙ্গে পাঁচ সন্তানের জন্ম দিলেন নারী

প্রকাশিত: ডিসেম্বর ৯, ২০২৫

  • শেয়ার করুন

চট্টগ্রামের সাতকানিয়ার এনি আক্তার দীর্ঘ এক দশক নিঃসন্তান থাকার পর একসঙ্গে পাঁচ সন্তানের জন্ম দিয়েছেন। সোমবার (৮ ডিসেম্বর) রাতে নগরীর বেসরকারি পিপলস হাসপাতালে তিনি সন্তানগুলো জন্ম দেন। নবজাতকদের মধ্যে তিনটি মেয়ে ও দুটি ছেলে।

পারিবারিক ও হাসপাতাল সূত্রে জানা যায়, বিয়ের পর দীর্ঘ সময় ধরে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সন্তান নেওয়ার চেষ্টা করেও সফল হচ্ছিলেন না এনি আক্তার। পরে শারীরিক সমস্যা শনাক্ত হলে চিকিৎসকরা বিশেষ চিকিৎসা শুরু করেন। এ বছরের শুরুতে তাঁরা ইন ভিট্রো ফার্টিলাইজেশন (আইভিএফ) পদ্ধতিতে চিকিৎসা নেন এবং তার ফলেই গর্ভধারণ সম্ভব হয়।

রাউজান মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক ও ইনফার্টিলিটি বিশেষজ্ঞ ডা. ফরিদা ইয়াসমিন সুমি জানান, এতদিন নিঃসন্তান থাকার কারণে দম্পতি মানসিকভাবে ভীষণ বিপর্যস্ত ছিলেন। আইভিএফ পদ্ধতিতে চিকিৎসা গ্রহণের পর অবশেষে পাঁচ সন্তানের জন্ম সম্ভব হয়েছে। মা এনি আক্তার বর্তমানে সুস্থ আছেন।
জন্মের পর উন্নত চিকিৎসার জন্য নবজাতকদের নগরীর পার্কভিউ হাসপাতালের এনআইসিইউতে স্থানান্তর করা হয়। ডা. ফরিদা জানান, পাঁচ শিশুর মধ্যে তিনজনের জন্মের সময় ওজন ছিল যথাক্রমে ১ কেজি ৬০০ গ্রাম, ১ কেজি ৫০০ গ্রাম এবং ১ কেজি ৪০০ গ্রাম। বাকি দুই কন্যাশিশুর ওজন তুলনামূলক কম। শিশুগুলোর সুচিকিৎসার জন্য আগামী ৭২ ঘণ্টা নিবিড় পর্যবেক্ষণে রাখা হবে।
এনি আক্তারের স্বামী সাতকানিয়ার এক ক্ষুদ্র ব্যবসায়ী। আর্থিকভাবে খুব বেশি স্বচ্ছল না হওয়ায় দীর্ঘদিনের চিকিৎসার খরচ জোগানো পরিবারের জন্য ছিল বড় চ্যালেঞ্জ। তবে সন্তানদের জন্মে পরিবারের সবাই এখন আনন্দিত ও আশাবাদী।

  • শেয়ার করুন