26 C
Khulna
Friday, May 23, 2025

হুইল চেয়ার নাই, মাটির গর্তই ভরসা

আজ বলবো শেরপুরের নকলা উপজেলার চন্দ্রকোনা ইউনিয়নের রামপুর গ্রামের সাত বছরের প্রতিবন্ধী শিশু মো. আসাদুল’র কথা।

দিনমজুর মো. রুবেলের ছেলে আসাদুলের বয়স যখন চার বছর তখন তার মা তাকে ছেড়ে ঢাকায় চলে যান পরে কোন দিন খবরও নেননি। তার বাবা কোথায় চলে গেছে সেটা কেউ জানেনা।

রান্না সহ সকল কাজের সময় প্রতিবন্ধী শিশুটিকে ছোট একটি গর্তে রেখে যান দাদি শহর বানু। শিশুটি একা বসতে পারেনা এবং বিছানায় ও শোবার সময়ও তাকে ধরে রাখতে হয়। ভিক্ষা করে জীবন যাপন করেন দাদি শহরবানু বলে জানা গেছে।

বাঁশের ছোট ভাঙা ঘরে প্রতিবন্ধী নাতি ও শহর বানু থাকেন।

মা–বাবার কাছে আশ্রয় না মেলেনি ও দরিদ্র বিধবা দাদিই তাঁর একমাত্র ভরসা।

ভিক্ষা করে গত তিন বছর ধরে এভাবেই দিন চলছে দাদি–নাতির।

শহর বানু নিজে কোমরের ব্যথায় ভুগছেন।

সকলের তার সাহায্যের জন্য এগিয়ে আসা উচিত বলে মনে করেন এলাকার সাধারণ মানুষ।

- Advertisement -spot_img

More articles

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ