25.8 C
Khulna
Friday, August 22, 2025

খুলনায় ট্রাক-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে ব্যবসায়ী নিহত

খুলনার দোলখোলা টুটপাড়া এলাকার বাসিন্দা ব্যবসায়ী তোফাজ্জল হোসেন পলাশ (৪২) সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন।

শুক্রবার (২২ আগস্ট) রাত আটটার দিকে খুলনা-মংলা মহাসড়কের খাজুরা এলাকায় একটি ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।

স্থানীয় সূত্রে জানা গেছে, তোফাজ্জল হোসেন পলাশ মোটরসাইকেলযোগে খাজুরা এলাকায় যাচ্ছিলেন। পথে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে তার মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তিনি গুরুতর আহত হন এবং ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন।

ঘটনার পর পুলিশ ট্রাকটি জব্দ করলেও চালককে আটক করা সম্ভব হয়নি।

- Advertisement -spot_img

More articles

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ