প্রকাশিত: জানুয়ারি ১৫, ২০২৬
নগরীর পূর্ব বানিয়াখামারের কাস্টম গলি এলাকা থেকে মরিয়ম কাজল (৩৫) নামে এক নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত মরিয়ম কাজল নগরীর নিরালা আবাসিক এলাকার বাসিন্দা আনছার উদ্দিন শেখের মেয়ে এবং সোহেলের স্ত্রী। তিনি এক কন্যাসন্তানের জননী।
স্থানীয় সূত্রে জানা যায়, দুপুর সাড়ে ১২টার দিকে কাস্টম গলির বাসিন্দা সুমনের বাড়ির পাশের একটি শিশু গাছের ডালে এক নারীকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান এলাকাবাসী। পরে তারা পুলিশে খবর দেন। সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।
পুলিশ জানায়, প্রাথমিক সুরতহাল শেষে বিষয়টি তদন্তের জন্য পিবিআইকে অবহিত করা হয়। পরে আইনি প্রক্রিয়া সম্পন্ন করে মরদেহটি ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
এ বিষয়ে পুলিশ জানায়, প্রাথমিকভাবে এটি হত্যা নাকি আত্মহত্যা—সে বিষয়ে নিশ্চিত করে কিছু বলা সম্ভব নয়। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
নিহতের মা পারুল বেগম বলেন, তার মেয়ের একটি কন্যাসন্তান রয়েছে। বুধবার বিকেলে নিরালা মোড় যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হলেও সে আর ফিরে আসেনি। রাতে বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাওয়া যায়নি। বৃহস্পতিবার দুপুরে মেয়ের মৃত্যুর খবর পান তিনি।
এদিকে স্থানীয়রা জানান, বাড়ির মালিক সুমনের ছোট ভাই বরাতের সঙ্গে নিহত নারী মাঝে মাঝে ওই এলাকায় আসতেন এবং কিছুক্ষণ পর চলে যেতেন। তবে বিষয়টি নিয়ে পুলিশ তদন্ত করছে।
বর্তমানে মরদেহটি খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ময়নাতদন্ত শেষে মৃত্যুর কারণ এবং ঘটনার রহস্য উদঘাটন হবে বলে জানিয়েছে পুলিশ।