প্রকাশিত: জানুয়ারি ১৩, ২০২৬
খুলনা জিলা স্কুলের চতুর্থ শ্রেণির ছাত্র রাফির মরদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে রূপসা খেয়াঘাট এলাকা থেকে তার ভাসমান মরদেহ উদ্ধার করা হয়।
রাফি রূপসা স্ট্যান্ড রোডের ডা. আলতাফ আলী লেনের বাসিন্দা মো. রফিক শেখের ছেলে। সে শুক্রবার আছরের নামাজ পড়ার কথা বলে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হয়। পরবর্তীতে আর বাড়ি ফিরে আসেনি।
স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পরিবারের সদস্যরা ট্রলার নিয়ে নদীতে খোঁজ শুরু করেন। পরে রূপসা খেয়াঘাট থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। খবর পেয়ে নৌ পুলিশকে অবগত করা হয়েছে।
সব আইনগত প্রক্রিয়া শেষে রাফির মরদেহ দাফনের জন্য তার গ্রামের বাড়ি তেরখাদায় নেওয়া হবে। মরদেহ উদ্ধারের পর এলাকায় শোকের ছায়া নেমে আসে।