26.4 C
Khulna
Monday, July 7, 2025

খুলনায় শেখ হাসিনাসহ ১৫৬ জনের বিরুদ্ধে মামলা

খুলনায় বিএনপির দলীয় কর্মসূচিতে হামলার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১৫৬ জনের বিরুদ্ধে মামলা আবেদন করেছেন খুলনা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন।

বৃহস্পতিবার (২৬ জুন) মহানগর দায়রা জজ আদালতে এ আবেদন জমা দেন তার আইনজীবী সৈয়দ শামীম হাসান। অভিযোগে বলা হয়, ২০২৩ সালের ১৯ মে খুলনা প্রেস ক্লাবের কর্মসূচিতে পুলিশ লাঠিচার্জ ও গুলি চালায়, এতে তুহিনসহ অন্তত ৫০-৬০ জন আহত হন।

এজাহারে শেখ হাসিনাকে হামলার নির্দেশদাতা হিসেবে উল্লেখ করা হয়েছে। আসামিদের মধ্যে রয়েছেন শেখ হাসিনার চাচাতো ভাই শেখ জুয়েল, শেখ সোহেল, সাবেক প্রতিমন্ত্রী মন্নুজান সুফিয়ান, সাবেক মেয়র তালুকদার খালেক, আওয়ামী লীগ নেতা এম ডি এ বাবুল রানা, পুলিশ কর্মকর্তা ও কয়েকজন সাংবাদিক।

এতে অভিযোগ করা হয়, হামলায় আগ্নেয়াস্ত্র ব্যবহার, গুলিবর্ষণ, ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। বিএনপির শীর্ষ নেতারা কয়েক ঘণ্টা অবরুদ্ধ ছিলেন বলেও অভিযোগে উল্লেখ রয়েছে।

- Advertisement -spot_img

More articles

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ