25 C
Khulna
Tuesday, July 8, 2025

‘আমি আগে ছাত্রলীগ করতাম, এখন এনসিপি করি’

কুষ্টিয়ার কুমারখালী উপজেলা জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমন্বয় কমিটিতে যুগ্ম সমন্বয়কারী পদ পেয়েছেন ছাত্রলীগের সাবেক এক নেতা আসাদুজ্জামান আলী। তিনি ছিলেন কুমারখালী পৌর ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক। এনসিপির মতো নতুন রাজনৈতিক প্ল্যাটফর্মে সাবেক ছাত্রলীগ নেতার পদ পাওয়ায় এলাকায় ব্যাপক বিতর্ক ও সমালোচনার জন্ম দিয়েছে।

গত ২১ জুন এনসিপির কেন্দ্রীয় সদস্য সচিব আখতার হোসেন ও দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহর যৌথ স্বাক্ষরে ১২ সদস্যের একটি সমন্বয় কমিটি অনুমোদন করা হয়। এতে আসাদুজ্জামান আলীকে যুগ্ম সমন্বয়কারী হিসেবে মনোনয়ন দেওয়া হয়।

আসাদুজ্জামান আলী কুমারখালী পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের এলোঙ্গি গ্রামের বাসিন্দা, আবদুর সামাদ পাখির ছেলে। এর আগে তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কুমারখালী উপজেলা শাখার সদস্য সচিব পদেও ছিলেন। তবে ওই সংগঠন থেকেই পরে তাকে বহিষ্কার করা হয়। সংগঠনের কুষ্টিয়া জেলা শাখার আহ্বায়ক হাসিবুর রহমান ও সদস্য সচিব মোস্তাফিজুর রহমানের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, শৃঙ্খলা ভঙ্গ, নীতি বিরুদ্ধ কর্মকাণ্ড এবং জনসাধারণের অনাস্থার কারণে তাকে সংগঠন থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

স্থানীয়দের অভিযোগ, ছাত্রলীগের সময় থেকেই আলী ক্ষমতা দেখিয়ে নানা অপকর্মে জড়িত ছিলেন। তার বিরুদ্ধে রয়েছে চাঁদাবাজি, মামলা বাণিজ্য, সেল্টার বাণিজ্য, ঘুষ গ্রহণসহ একাধিক অভিযোগ। এমনকি তার বাবা আবদুর সামাদ পাখির বিরুদ্ধেও রয়েছে অনিয়ম-দুর্নীতির অভিযোগ।

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক স্থানীয় রাজনৈতিক নেতা জানান, আসাদুজ্জামান আলী রাজনৈতিক সুবিধাবাদী। নিজের স্বার্থে বারবার দলের খোলস পাল্টায়। কখনো ছাত্রলীগ, কখনো বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, আর এখন এনসিপি—প্রতিটি অবস্থানকেই সে ব্যবহার করেছে নিজস্ব লাভের জন্য।

তারা আরও বলেন, আওয়ামী লীগ সরকারের সময় ছাত্রলীগের ছত্রছায়ায় সে বিভিন্ন অপকর্ম করে নিজের প্রভাব বিস্তার করেছিল। রাজনৈতিক পরিবেশ বদলাতে পারে বুঝে আগেভাগেই সে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে যুক্ত হয় এবং পরে এনসিপির পদ বাগিয়ে নেয়। এখন সে ওই পদকে ব্যবহার করে আবারও এলাকায় আধিপত্য বিস্তারের চেষ্টা করছে, গড়ে তুলছে গ্যাং ও প্রভাব বলয়।

স্থানীয়দের প্রশ্ন—একজন বহিষ্কৃত ছাত্রলীগ নেতা ও অভিযুক্ত ব্যক্তি কীভাবে এনসিপির গুরুত্বপূর্ণ পদে জায়গা পেলেন? দলের পক্ষ থেকে কেন তার অতীতের রাজনৈতিক পরিচয় ও বিতর্কিত ভূমিকা খতিয়ে দেখা হয়নি?

এ নিয়ে এনসিপির কেন্দ্রীয় নেতৃত্বের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। তবে সমালোচনার ঝড় থামছে না কুমারখালীতে।

- Advertisement -spot_img

More articles

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ