ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসের সঙ্গে চলমান সংঘাতে গত তিনদিনে অন্তত ১৫ জন ইসরায়েলি সেনা নিহত হয়েছেন।
শুক্রবার (২৭ জুন) আন্তর্জাতিক বিভিন্ন সংবাদমাধ্যমের বরাতে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক আলজাজিরা ও তুরস্কের রাষ্ট্রায়ত্ত আনাদোলু এজেন্সি।
আলজাজিরার প্রতিবেদনে বলা হয়, শুক্রবার উত্তর গাজার তুফাহ এলাকায় ইসরায়েলি বাহিনীর একটি সাঁজোয়া যান লক্ষ্য করে রকেট হামলা চালায় হামাসের সামরিক শাখা আল কাসাম ব্রিগেড। এতে সাঁজোয়া যানটির ভেতরে থাকা ১৭ সেনার মধ্যে ৭ জন নিহত হন, বাকিরা আহত হন।
এর আগের দিন বৃহস্পতিবার গাজার প্রধান শহর গাজা সিটিতে আল কাসামের গুলিতে আরও একজন ইসরায়েলি সেনা নিহত হন। একইদিন রকেট হামলায় ইসরায়েলের দুটি মেরকাভা ট্যাংক, একটি সাঁজোয়া যান এবং একটি বুলডোজার ধ্বংস করা হয় বলে জানিয়েছে আনাদোলু এজেন্সি।
বুধবার দক্ষিণ গাজার খান ইউনিস এলাকায় হামাসের হামলায় আরও ৭ ইসরায়েলি সেনা নিহত হন। নিহতদের মধ্যে একজন ছিলেন লেফটেন্যান্ট পদমর্যাদার কর্মকর্তা।
ব্রিটিশ সংবাদমাধ্যম রয়টার্স জানিয়েছে, গত মার্চে যুদ্ধবিরতি ভঙ্গ করে ইসরায়েল গাজায় নতুন করে অভিযান শুরু করার পর এত স্বল্প সময়ের মধ্যে এত বেশি সংখ্যক সেনা নিহত হওয়ার ঘটনা এই প্রথম।
এই তিনদিনের প্রাণঘাতী সংঘর্ষ ইসরায়েল-হামাস যুদ্ধের উত্তেজনা আরও বাড়িয়ে দিয়েছে।