Home জাতীয় সোহরাওয়ার্দীতে শনিবার ইসলামী আন্দোলনের মহাসমাবেশ, ব্যাপক প্রস্তুতি

সোহরাওয়ার্দীতে শনিবার ইসলামী আন্দোলনের মহাসমাবেশ, ব্যাপক প্রস্তুতি

0

রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে আগামীকাল শনিবার ইসলামী আন্দোলন বাংলাদেশের জাতীয় মহাসমাবেশ অনুষ্ঠিত হতে যাচ্ছে। ‘সংস্কার, বিচার ও পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচন’- এই তিন দাবিকে সামনে রেখে সমাবেশ সফল করতে দলটি নিয়েছে ব্যাপক প্রস্তুতি।

জানা গেছে, সকাল ১০টা থেকে সমাবেশ শুরু হলেও মূল পর্ব শুরু হবে দুপুর ২টা থেকে। এতে সভাপতিত্ব করবেন ইসলামী আন্দোলনের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম। অংশ নেবেন স্থানীয় ও কেন্দ্রীয় নেতারা, পাশাপাশি উপস্থিত থাকবেন বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষস্থানীয় নেতারাও।

দলীয় সূত্র জানায়, জুলাই অভ্যুত্থানের পর থেকেই ইসলামী আন্দোলন ধারাবাহিকভাবে সংস্কার, বিচার ও পিআর পদ্ধতির নির্বাচন চেয়ে প্রচারণা চালিয়ে আসছে। চলেছে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ ও সমন্বয়ের প্রচেষ্টা। এসব কার্যক্রমের ধারাবাহিকতায় এই মহাসমাবেশ হবে জনমতের একটি গুরুত্বপূর্ণ প্রতিফলন।

শুক্রবার এক প্রেস ব্রিফিংয়ে মহাসমাবেশ বাস্তবায়ন কমিটির আহ্বায়ক ও দলের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম জানান, সারা দেশ থেকে কয়েক হাজার বাস, ট্রেন ও লঞ্চে লাখো মানুষের ঢল নামবে সমাবেশস্থলে। এ আয়োজনকে কেন্দ্র করে রাজধানীজুড়ে কর্মীদের মধ্যে ব্যাপক উদ্দীপনা বিরাজ করছে।

দলের যুগ্ম মহাসচিব ও মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমান জানান, মহাসমাবেশ থেকে আগামীর রাজনীতিতে একটি নতুন বার্তা দেওয়া হবে। ফ্যাসিবাদবিরোধী ও পিআর পদ্ধতির নির্বাচনে একমত এমন রাজনৈতিক দলের নেতাদের আমন্ত্রণ জানানো হয়েছে বলেও জানান তিনি।।

Exit mobile version