27.9 C
Khulna
Tuesday, July 8, 2025

ইরান পারমাণবিক অস্ত্র অর্জনের চেষ্টা করলে আবার হামলা: ট্রাম্পের হুঁশিয়ারি

ট্রাম্পের হুঁশিয়ারি: ইরান পারমাণবিক অস্ত্রের চেষ্টা করলে আবারও হামলা চালাবে যুক্তরাষ্ট্র

ইরান যদি পারমাণবিক অস্ত্র অর্জনের চেষ্টা করে, তাহলে আবারও দেশটির ওপর বোমা হামলা চালাবে যুক্তরাষ্ট্র—এমন হুঁশিয়ারি দিয়েছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

সম্প্রতি ট্রাম্প তার নিজস্ব সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যাল-এ দেওয়া এক বিবৃতিতে জানান, ইরান পারমাণবিক কর্মসূচি এগিয়ে নেওয়ার চেষ্টা করলে যুক্তরাষ্ট্র কঠোর প্রতিক্রিয়া দেখাবে।

এর আগে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি দাবি করেন, ইসরায়েলের সঙ্গে ১২ দিনের সংঘাতে ইরান জয়লাভ করেছে। খামেনির এই বক্তব্যের তীব্র সমালোচনা করে ট্রাম্প বলেন, খামেনিকে একসময় ‌‘অত্যন্ত কুৎসিত ও ঘৃণ্য এক মৃত্যু’ থেকে রক্ষা করা হয়েছিল।

ট্রাম্প আরও বলেন, “ইরান ধ্বংস হয়ে গেছে। তাদের তিনটি পারমাণবিক স্থাপনা—ফোরদো, ইসফাহান এবং নাতাঞ্জ—আমাদের হামলায় গুঁড়িয়ে গেছে। আমি জানতাম খামেনি কোথায় আশ্রয় নিয়েছিলেন, কিন্তু ইসরায়েল বা যুক্তরাষ্ট্রের বাহিনীকে তাকে হত্যা করার নির্দেশ দিইনি।”

ইরান-ইসরায়েল সাম্প্রতিক সংঘাতের পর যুদ্ধবিরতি শুরু হলেও, খামেনি বলেছেন, কাতারে অবস্থিত একটি মার্কিন ঘাঁটিতে ইরানের পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা ছিল ‘আমেরিকার মুখে চড় মারা’র শামিল।

খামেনির এ বক্তব্যকে ‘ঘৃণা ও প্রতিহিংসায় ভরা’ মন্তব্য বলে অভিহিত করেছেন ট্রাম্প।

এদিকে, ইরান যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসছে বলে ট্রাম্প যে দাবি করেছিলেন, তা নাকচ করে দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ইরানি রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, “যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠকের কোনো পরিকল্পনা নেই। তেহরান এখনো মূল্যায়ন করছে—ওয়াশিংটন সত্যিই আলোচনায় আগ্রহী কি না, নাকি কেবল নিজের স্বার্থে তা করতে চাইছে।”

- Advertisement -spot_img

More articles

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ