25.7 C
Khulna
Tuesday, July 8, 2025

ক্ষমতায় গেলে ১৮ মাসে কোটি মানুষের কর্মসংস্থান করবে বিএনপি: আমীর খসরু

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, বিএনপি সরকার গঠন করলে প্রথম ১৮ মাসে এক কোটি মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। এ লক্ষ্যে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হবে তথ্যপ্রযুক্তি খাতকে। তিনি জানান, ন্যূনতম এসএসসি পাস তরুণ-যুবকদের জন্য আইটি খাতে চাকরির সুযোগ তৈরি করা হবে। আগের ধাঁচের রাজনীতির সময় শেষ—জনগণের দৃষ্টিভঙ্গি এখন অনেক পরিবর্তিত হয়েছে। ব্যবসা-বাণিজ্যকে রাজনীতির প্রভাব ও ফ্যাসিবাদ থেকে মুক্ত রাখতে হবে।

শনিবার (২৮ জুন) সিলেটের জালালাবাদ গ্যাস অডিটোরিয়ামে অনুষ্ঠিত ‘সিলেট বিজনেস ডায়লগ’-এ প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

আমীর খসরু আরও বলেন, দেশের অর্থনীতিতে এক সময় যে সৃজনশীলতা ও উদ্যোক্তাপ্রবণতা ছিল, তা গত ১৭ বছরে ধ্বংস হয়েছে। বিএনপি ক্ষমতায় গেলে প্রথম দিন থেকেই ব্যবসা-বাণিজ্যের পরিবেশ উন্নয়নে কাজ শুরু করবে। কৃষি খাতে বিনিয়োগে আগ্রহীদের জন্য সহায়ক পরিবেশ তৈরি করা হবে এবং কৃষিপণ্য রপ্তানির দিকেও বিশেষ নজর দেওয়া হবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির। সংলাপটি যৌথভাবে সঞ্চালনা করেন নগর বিএনপির সহ-সভাপতি রিয়াসদ আজিম এবং কোষাধ্যক্ষ এনামুল কুদ্দুস চৌধুরী।

বিশেষ অতিথির বক্তব্য দেন বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান বাবু ও সাবেক সভাপতি ফজলুল হক। আরও বক্তব্য দেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এম এ মালেক, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আবুল কাহের চৌধুরী ও মিজানুর রহমান চৌধুরী, জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী, নগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী, সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী, জেলা সাধারণ সম্পাদক এমরান আহমদ চৌধুরী, নাসিম হোসাইন, বদরুজ্জামান সেলিম, ফয়সল আহমদ চৌধুরী এবং মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সভাপতি আব্দুর রহমান রিপন।।

- Advertisement -spot_img

More articles

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ