26.4 C
Khulna
Monday, July 7, 2025

খুলনায় অবরুদ্ধ প্রেস সচিব শফিকুল আলম

খুলনা প্রেস ক্লাবে প্রধান উপদেষ্টার প্রেস সচিব মো. শফিকুল আলমকে অবরুদ্ধ করে রাখার ঘটনা ঘটেছে।

শনিবার (২৮ জুন) বিকেলে খুলনা জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে এক মতবিনিময় সভায় অংশগ্রহণ শেষে প্রেস ক্লাবে সাংবাদিকদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তাকে ঘিরে ফেলেন কয়েকটি সংগঠনের বিক্ষুব্ধ নেতাকর্মীরা।

প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি) কমিশনার জুলফিকার আলী হায়দারের অপসারণের দাবিতে প্রেস ক্লাব চত্বরে বিক্ষোভ করছিল বিএনপি, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। সেখানেই প্রেস সচিব শফিকুল আলম উপস্থিত হলে তারা তাকে অবরুদ্ধ করে রাখে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে শফিকুল আলম আন্দোলনকারীদের সঙ্গে প্রায় এক ঘণ্টাব্যাপী বৈঠক করেন। বৈঠকে তিনি পুলিশ কমিশনারের বিষয়ে প্রধান উপদেষ্টাকে অবহিত করার আশ্বাস দেন এবং দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার প্রতিশ্রুতি দেন।

পরে নৌবাহিনীর একটি দল নিরাপত্তা দিয়ে তাকে প্রেস ক্লাব থেকে বের করে নিয়ে যায়।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা বলেন, তারা প্রেস সচিবের কাছে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত দাবি করেননি। তাদের উদ্দেশ্য ছিল, কমিশনার অপসারণের বিষয়টি প্রধান উপদেষ্টার কাছে স্পষ্টভাবে পৌঁছে দেওয়া।

খুলনা মহানগর শাখার সদস্যসচিব জহুরুল তানভীর জানান, “আমরা গত চারদিন ধরে কেএমপি কমিশনারের অপসারণের দাবিতে আন্দোলন করছি। স্বরাষ্ট্র উপদেষ্টা কিংবা পুলিশের কোনো ঊর্ধ্বতন কর্মকর্তা আমাদের সঙ্গে যোগাযোগ করেননি। তাই প্রেস সচিবের মাধ্যমেই আমরা আমাদের বক্তব্য প্রধান উপদেষ্টার কাছে পৌঁছে দিতে চেয়েছি।”

- Advertisement -spot_img

More articles

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ