ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী নাফতালি বেনেট এক টেলিভিশন সাক্ষাৎকারে বলেছেন, বর্তমান প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর এখন পদত্যাগ করা উচিত। শনিবার (২৮ জুন) ইসরায়েলের চ্যানেল ১২-কে দেওয়া এক সাক্ষাৎকারে বেনেট বলেন, “নেতানিয়াহু গত ২০ বছর ধরে ক্ষমতায় আছেন—এটা খুব বেশি। এটা আর গ্রহণযোগ্য নয়, শালীনতার সীমা অতিক্রম করেছে।”
তিনি আরও বলেন, ইসরায়েলি সমাজে যে গভীর বিভাজন তৈরি হয়েছে, তার জন্য নেতানিয়াহুই বড় ধরনের দায়ী। “দেশের ভেতরে ক্রমবর্ধমান বিভক্তি এবং উত্তেজনার পেছনে প্রধান ভূমিকা রয়েছে তার,” মন্তব্য করেন বেনেট।
ডানপন্থী রাজনীতিক হিসেবে পরিচিত বেনেট ২০২১ সালে নেতানিয়াহুর বিরোধীদের সঙ্গে মিলিত হয়ে একটি জোট সরকার গঠন করেছিলেন। এর মাধ্যমে তিনি টানা ১২ বছর ক্ষমতায় থাকা নেতানিয়াহুকে ক্ষমতা থেকে সরিয়ে দেন। তবে বেনেট এবং বিরোধীদলীয় নেতা ইয়ার ল্যাপিডের নেতৃত্বাধীন সেই সরকার এক বছরেরও কম সময় টিকে ছিল। পরবর্তীতে নির্বাচনে উগ্র ডানপন্থী ও কট্টরপন্থী ধর্মীয় দলগুলোর সমর্থনে নেতানিয়াহু আবারও প্রধানমন্ত্রীর পদে ফিরে আসেন।
রাজনীতি থেকে কিছুটা বিরতিতে থাকা বেনেট আবার রাজনীতিতে সক্রিয় হওয়ার পরিকল্পনা করছেন বলে রাজনৈতিক অঙ্গনে আলোচনা চলছে। সাম্প্রতিক জনমত জরিপগুলো ইঙ্গিত দিচ্ছে, তিনি চাইলে নেতানিয়াহুকে আবারও ক্ষমতা থেকে সরিয়ে দেওয়ার মতো জনসমর্থন পেতে পারেন।