রাজধানীর আবাসিক হোটেল থেকে বাবা-মা ও ছেলের লাশ উদ্ধার

প্রকাশিত: জুন ২৯, ২০২৫

  • শেয়ার করুন

রাজধানীর মগবাজারের একটি আবাসিক হোটেল থেকে স্বামী, স্ত্রী ও তাদের শিশুপুত্রের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ রোববার (২৯ জুন) বিকেলে হোটেল কক্ষ থেকে তাদের মৃতদেহ উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, নিহত দম্পতি তাদের ছেলের চিকিৎসার জন্য গত শনিবার লক্ষ্মীপুরের রামগঞ্জ থেকে ঢাকায় আসেন এবং মগবাজারের ‘সুইট স্লিপ’ নামের একটি হোটেলে উঠেন। সেদিন তারা চিকিৎসকের কাছে যেতে পারেননি। রাতে মগবাজারের একটি রেস্তোরাঁ থেকে খাবার কিনে হোটেলে খেয়ে অসুস্থ হয়ে পড়েন।

আজ রোববার দুপুরে তাদের অচেতন অবস্থায় মগবাজারের আদ-দ্বীন হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তিনজনকেই মৃত ঘোষণা করেন।

রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম ফারুক বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, নিহতদের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি।

  • শেয়ার করুন