26.4 C
Khulna
Monday, July 7, 2025

“নিরাপত্তার স্বার্থেই লাইসেন্সধারী অস্ত্র রয়েছে” — যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ

যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ জানিয়েছেন, নিজের ও পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে তার কাছে বৈধভাবে লাইসেন্সকৃত অস্ত্র রয়েছে। তিনি বলেন, “গণ-অভ্যুত্থানের নেতৃত্বের ওপর একাধিকবার হামলার চেষ্টা হয়েছে। সরকারি নিরাপত্তা বা প্রটোকল না থাকলে নিজ উদ্যোগেই সতর্ক থাকা ছাড়া উপায় নেই।”

রবিবার রাতে নিজের ফেসবুক পোস্টে তিনি আরও জানান, মরক্কোর মারাকেশে ‘ওআইসি ইয়ুথ ক্যাপিটাল ইন্টারন্যাশনাল প্রোগ্রাম’-এ অংশ নিতে সোমবার সকাল ৬টা ৫০ মিনিটে তার ফ্লাইট ছিল। ভোরে ব্যাগ গোছানোর সময় ভুলবশত একটি ম্যাগাজিন ব্যাগে থেকে যায়। স্ক্যানিংয়ে ধরা পড়ার পর সেটি সঙ্গে থাকা প্রটোকল কর্মকর্তার কাছে হস্তান্তর করা হয়।

আসিফ মাহমুদ বলেন, “বিষয়টি একেবারেই অনিচ্ছাকৃত। শুধু একটি ম্যাগাজিন দিয়ে কেউ কীইবা করতে পারে? যদি উদ্দেশ্য থাকত, তাহলে অস্ত্রটিও সঙ্গে থাকত। এখানে কোনো বেআইনি কিছু নেই, তবু এটিকে ঘিরে অনেকে আলোচনার সুযোগ নিচ্ছেন।”

তিনি আরও বলেন, “নিউজ সরাতে চাপ দেওয়া হয়েছে—এই অভিযোগও মিথ্যা। ঘটনার পর আমি টানা ১০ ঘণ্টা ফ্লাইটে ছিলাম। ট্রানজিটে নেমে অনেক সময় পর অনলাইনে এসে পুরো বিষয়টি জেনেছি।”

সবার উদ্দেশ্যে তিনি বলেন, “একজন নাগরিক হিসেবে যদি আপনারও নিরাপত্তা ঝুঁকি থাকে, তাহলে যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে আপনি নিজেও অস্ত্রের লাইসেন্স গ্রহণ করতে পারেন

- Advertisement -spot_img

More articles

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ