Home জাতীয় ঘর থেকে টেনেহিঁচড়ে বের করে আ’লীগ নেতাকে কুপিয়ে হত্যা

ঘর থেকে টেনেহিঁচড়ে বের করে আ’লীগ নেতাকে কুপিয়ে হত্যা

0

জামালপুরের ইসলামপুর উপজেলায় আবদুর রহিম (৪৮) নামে এক ইউনিয়ন পরিষদ সদস্যকে দুর্বৃত্তরা কুপিয়ে হত্যা করেছে। শনিবার রাত ২টার দিকে উপজেলার কুলকান্দি ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের দুর্গম যমুনার চর, জিগাতলা গ্রামে এই নৃশংস ঘটনা ঘটে। নিহত আবদুর রহিম স্থানীয় মৃত তৈয়বুর খন্দকারের ছেলে এবং ইউনিয়ন আওয়ামী লীগের ক্রীড়াবিষয়ক সম্পাদক ছিলেন।

নিহতের পরিবার, পুলিশ ও স্থানীয়রা জানান, গভীর রাতে একদল মুখোশধারী লোক প্রশাসনের পরিচয় দিয়ে আবদুর রহিমের বাড়ির দরজায় কড়া নাড়ে। পরিবারের সদস্যরা দরজা না খুললে তারা ধাক্কাধাক্কি শুরু করে। পরে বাধ্য হয়ে দরজা খোলার পর দুর্বৃত্তরা আবদুর রহিমকে জোরপূর্বক ঘর থেকে বের করে এনে উঠানে ফেলে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে। দুর্বৃত্তরা যমুনা নদীপথে ট্রলারে করে পালিয়ে যায়। হামলায় বাধা দিতে গেলে পরিবারের সদস্যদেরও মারধর করে আহত করা হয়। মুখোশ পরা থাকায় কাউকে শনাক্ত করা যায়নি বলে জানিয়েছেন নিহতের স্বজনরা।

আবদুর রহিমের স্ত্রী রেহেনা বেগম জানান, তার স্বামী রাত সাড়ে ১২টার দিকে পাশের দোকান থেকে চা পান করে ঘরে ফেরেন এবং সন্তানদের নিয়ে ঘুমিয়ে পড়েন। পরে প্রশাসনের লোক পরিচয়ে ডেকে নিয়ে সন্তানদের সামনে তার স্বামীকে কুপিয়ে হত্যা করা হয়। তিনি এই হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার দাবি করেছেন।

নিহতের ভাই সোলায়মান খন্দকার ও জাহাঙ্গীর আলম বলেন, শনিবার রাতে যমুনার ভাটি দিক থেকে একটি ইঞ্জিনচালিত ট্রলারে করে ২০-২৫ জন ব্যক্তি জিগাতলা খেয়াঘাটে আসে। পরে তারা বাড়িতে এসে পরিকল্পিতভাবে আবদুর রহিমকে হত্যা করে। পূর্বশত্রুতার জের ধরে ভাড়াটে খুনিদের মাধ্যমে এই ঘটনা ঘটানো হয়েছে বলে তারা সন্দেহ করছেন।

স্থানীয় ইউপি চেয়ারম্যান আনিছুর রহমান আনিস বলেন, “আবদুর রহিম একজন অত্যন্ত জনপ্রিয় নেতা ছিলেন।”

Exit mobile version