25.7 C
Khulna
Tuesday, July 8, 2025

৭ দিনের মধ্যে ইরানে ফের হামলা চালাবে যুক্তরাষ্ট্র-ইসরায়েল

ইরানের ওপর নতুন করে হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল—এমন আশঙ্কা প্রকাশ করেছেন তেহরানের একজন বিশ্লেষক। তার মতে, আগামী এক সপ্তাহের মধ্যেই ইরানকে লক্ষ্য করে আবারও সামরিক অভিযান শুরু হতে পারে। সোমবার (৩০ জুন) ইরান ইন্টারন্যাশনালের এক সরাসরি প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

রোববার ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া এক সাক্ষাৎকারে তেহরান বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান অনুষদের প্রধান অধ্যাপক ইব্রাহিম মোক্তাকি বলেন, বর্তমান যুদ্ধবিরতি শুধু ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের মধ্যে সমন্বয় গঠনের জন্য একটি অস্থায়ী সময়কাল। তিনি দাবি করেন, ইতোমধ্যেই এমন প্রমাণ পাওয়া গেছে যা ইঙ্গিত দেয়—যুক্তরাষ্ট্রের সহায়তায় ইসরায়েল খুব শিগগিরই, সম্ভবত এক সপ্তাহের মধ্যেই, ইরানের বিরুদ্ধে এক আকস্মিক ও ধ্বংসাত্মক হামলা চালাতে পারে।

অধ্যাপক মোক্তাকি সতর্ক করে বলেন, ইসরায়েল ও যুক্তরাষ্ট্র এই যুদ্ধবিরতিকে তাদের সামরিক শক্তি পুনর্গঠন ও কৌশল নির্ধারণের সময় হিসেবে ব্যবহার করছে। তিনি ইরানি নেতাদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, যুদ্ধবিরতিকে হালকাভাবে নিলে তার পরিণতি ভয়াবহ হতে পারে এবং এবার ইরানি শীর্ষ কর্মকর্তারাও হামলার লক্ষ্যবস্তু হতে পারেন।

প্রসঙ্গত, ইরান ও ইসরায়েলের মধ্যে টানা ১২ দিন ধরে চলা সংঘাতের পর গত ২৪ জুন যুদ্ধবিরতি কার্যকর হয়। তবে এটি যে দীর্ঘস্থায়ী হবে না, সেই শঙ্কাই বাড়ছে বিশেষজ্ঞদের মধ্যে।

- Advertisement -spot_img

More articles

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ