25 C
Khulna
Tuesday, July 8, 2025

আ. লীগকে বাদ দিয়ে বাংলাদেশে গ্রহণযোগ্য ও বিশ্বাসযোগ্য নির্বাচন হতে পারে না : ওবায়দুল কাদের

গত বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের আর প্রকাশ্যে দেখা যায়নি। তবে দীর্ঘ ১০ মাস পর তিনি আবারও প্রকাশ্যে এসে বর্তমান সরকারের বিরুদ্ধে কড়া সমালোচনা করেছেন।

রবিবার (২৯ জুন) নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলম সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এ সংক্রান্ত একটি ভিডিও শেয়ার করেন। ভিডিওটির ক্যাপশনে তিনি লেখেন, “দীর্ঘ ১০ মাস পর প্রকাশ্যে এলেন দলের সাধারণ সম্পাদক।”

ভিডিওতে ওবায়দুল কাদেরকে বলতে শোনা যায়, “আওয়ামী লীগকে বাদ দিয়ে বাংলাদেশে কোনো গ্রহণযোগ্য ও বিশ্বাসযোগ্য নির্বাচন হতে পারে না। বর্তমান সরকার আদৌ নির্বাচন দেবে কিনা, সে বিষয়ে আমরা গভীর সন্দেহে আছি। তারা নির্বাচনের নামে একটি অশুভ ঐক্য গড়ে তুলেছে এবং সংস্কারের নামে জাতিকে বিভ্রান্ত করছে। বিচার ব্যবস্থায় ‘ক্যাঙ্গারো কোড’ বসিয়ে প্রহসন চালানো হচ্ছে। এই প্রহসনের বিরুদ্ধে আমরা প্রতিরোধ গড়ে তুলব এবং এই ধারা গুঁড়িয়ে দেব।”

ওবায়দুল কাদেরের এই বক্তব্যকে ঘিরে রাজনৈতিক মহলে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

- Advertisement -spot_img

More articles

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ