26.4 C
Khulna
Monday, July 7, 2025

খুলনার হোগলাডাঙ্গায় ট্রাক-ইজিবাইক সংঘর্ষে নিহত ২, আহত ৪

খুলনার হোগলাডাঙ্গা মোড়ে গ্যাস বহনকারী একটি ট্রাকের সঙ্গে দাঁড়িয়ে থাকা ইজিবাইকের সংঘর্ষে দুজন নিহত ও চারজন আহত হয়েছেন। সোমবার (৩০ জুন) সকাল আনুমানিক সাড়ে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা ইজিবাইকটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই প্রাণ হারান আবু রায়হান (১৪) ও জুয়েল বাবু। আহতদের উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনার পর কিছু সময়ের জন্য সড়কে যান চলাচল বন্ধ থাকে।

স্থানীয়রা জানান, ট্রাকটি দ্রুতগতিতে চলছিল এবং চালক সতর্ক না থাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং ট্রাকটিকে জব্দ করে।

- Advertisement -spot_img

More articles

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ