Home জাতীয় ফার্স্ট সিকিউরিটি ব্যাংকের ১১০ কোটি টাকার খেলাপি গ্রাহক নূর উদ্দিন আটক

ফার্স্ট সিকিউরিটি ব্যাংকের ১১০ কোটি টাকার খেলাপি গ্রাহক নূর উদ্দিন আটক

0

ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের দিলকুশা শাখার ১১০ কোটি টাকার ঋণ খেলাপি মেসার্স নুর ব্রাদার্সের মালিক মিয়া নূর উদ্দিনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

ব্যাংক সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে ঋণ পরিশোধ না করে এবং প্রতারণার আশ্রয় নিয়ে ব্যাংকের বন্ধকী অ্যাপার্টমেন্টগুলো বিক্রি করেন তিনি। তার বিরুদ্ধে অর্থ ঋণ আদালতে মামলা চলমান রয়েছে।

পুলিশ জানায়, গত ২৮ জুন পল্টন থানা পুলিশ মিয়া মো. নূর উদ্দিনকে গ্রেপ্তার করে। ব্যাংকের নামে বন্ধক রাখা ৫৫টি অ্যাপার্টমেন্টের মধ্যে অনুমতি ছাড়া তিনি ইতোমধ্যে ৫০টি বিক্রি করেছেন। মিয়া নূর উদ্দিন এবং তার সহযোগী প্রতিষ্ঠানের নামে বর্তমানে সুদসহ ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ১১০ কোটি টাকা।

Exit mobile version