25.7 C
Khulna
Monday, July 7, 2025

বন্ধুত্ব আরও গভীর করার প্রতিশ্রুতি উত্তর কোরিয়া ও রাশিয়ার

উত্তর কোরিয়া ও রাশিয়া সাংস্কৃতিক সম্পর্ক ও বন্ধুত্ব আরও জোরদার করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে। শনিবার (২৮ জুন) পিয়ংইয়ংয়ে এক বৈঠকে উত্তর কোরিয়ার নেতা কিম জং উন এবং রাশিয়ার সংস্কৃতিমন্ত্রী ওলগা লিউবিমোভা এ বিষয়ে আলোচনা করেন।

কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সির তথ্য অনুযায়ী, সরকারি সফরে বর্তমানে উত্তর কোরিয়ায় অবস্থান করছেন মন্ত্রী লিউবিমোভা। বৈঠকটি অনুষ্ঠিত হয় ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় কমিটির সদর দপ্তরে, যেখানে উষ্ণ ও বন্ধুত্বপূর্ণ পরিবেশে দুই দেশের প্রতিনিধি দল সাংস্কৃতিক সহযোগিতা নিয়ে আলোচনা করেন।

কিম জং উন বলেন, “উভয় দেশের ঐতিহ্য ও সংস্কৃতিকে আরও ভালোভাবে জানার জন্য শিল্প ও সংস্কৃতি ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা বাড়ানো জরুরি।” তিনি দুই দেশের মধ্যে বন্ধুত্ব, সহযোগিতা ও বোঝাপড়া বাড়াতে সাংস্কৃতিক বিনিময়ের ওপর বিশেষ গুরুত্ব দেন।

বৈঠক শেষে কিম ও লিউবিমোভা একটি সাংস্কৃতিক কনসার্ট উপভোগ করেন, যেখানে রাশিয়া ও উত্তর কোরিয়ার ঐতিহ্যবাহী সংগীত ও নৃত্য পরিবেশিত হয়। কিম জং উন রুশ শিল্পীদের অভিনন্দনে সন্তুষ্টি প্রকাশ করে তাদের ফুলের ঝুড়ি উপহার দেন।

বিদায়পর্বে কিম জং উন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং রাশিয়ার জনগণের প্রতি শুভেচ্ছা জানিয়ে দেন মন্ত্রী লিউবিমোভার মাধ্যমে। এই বৈঠক এমন সময় হলো, যখন পুতিনের সাম্প্রতিক উত্তর কোরিয়া সফরের পর দুই দেশের সামরিক ও কূটনৈতিক সম্পর্ক আরও দৃঢ় হওয়ার ইঙ্গিত মিলছে।

- Advertisement -spot_img

More articles

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ