Home সারাবিশ্ব ইরানে পাহাড়ের গুহা থেকে বের হচ্ছে একের পর এক ক্ষেপণাস্ত্রের ট্রাক, ঘটনা...

ইরানে পাহাড়ের গুহা থেকে বের হচ্ছে একের পর এক ক্ষেপণাস্ত্রের ট্রাক, ঘটনা কী?

0

মধ্যপ্রাচ্যে ইরান-ইসরায়েল উত্তেজনার মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে, যেখানে দেখা যাচ্ছে—গুহার ভেতর থেকে ইরানের পতাকাবাহী ট্রাক একের পর এক ক্ষেপণাস্ত্র বহন করে বেরিয়ে আসছে। ভিডিওটি ঘিরে ব্যাপক আলোচনা শুরু হয়, অনেকে এটিকে আসন্ন সামরিক অভিযানের ইঙ্গিত বলেও দাবি করেন।

তবে অনুসন্ধানী সংস্থা ‘রিউমর স্ক্যানার’ ভিডিওটির সত্যতা যাচাই করে জানায়, এটি আসলে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি একটি ভুয়া ভিডিও। ভিডিও বিশ্লেষণে বেশ কিছু প্রযুক্তিগত অসঙ্গতি ধরা পড়ে—যেমন, ট্রাকের পতাকাগুলো অস্বাভাবিকভাবে ওড়ছে, পাহাড় ও ঘাসের টেক্সচার বাস্তবসম্মত নয়, এবং সবচেয়ে লক্ষণীয় বিষয় হলো—ট্রাকগুলোর মধ্যে কোনো চালক নেই।

এছাড়া, ভিডিওটি ‘Cantilux.com’ নামক একটি স্বীকৃত এআই যাচাই প্ল্যাটফর্মে পরীক্ষার পর দেখা যায়, এটি ৮৪ শতাংশ এআই-নির্মিত বলে শনাক্ত হয়েছে। ফলে নিশ্চিত হওয়া গেছে, এটি বাস্তব কোনো সামরিক দৃশ্য নয়, বরং ডিজিটাল কারসাজির একটি উদাহরণ।

বিশেষজ্ঞরা সতর্ক করে বলেছেন, এই ধরনের ভুয়া ভিডিও জনমনে বিভ্রান্তি ছড়াতে পারে এবং সংকটপূর্ণ সময়ে ভুল তথ্যের মাধ্যমে উত্তেজনা বাড়াতে পারে। তাই সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত যেকোনো তথ্য যাচাই করে গ্রহণ করার আহ্বান জানিয়েছেন তারা।

Exit mobile version