24.2 C
Khulna
Friday, August 22, 2025

ফিলিস্তিনের পক্ষে দাঁড়িয়ে চোখ হারাতে বসেছেন অস্ট্রেলিয়ান নারী রাজনীতিবিদ

অস্ট্রেলিয়ার রাজধানী সিডনিতে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে আয়োজিত এক বিক্ষোভে অংশ নিয়ে পুলিশের লাঠিচার্জে গুরুতর আহত হয়েছেন নারী রাজনীতিবিদ হান্না থমাস। মুখে আঘাত পেয়ে তিনি একটি চোখের দৃষ্টিশক্তি হারানোর ঝুঁকিতে রয়েছেন।

আলজাজিরার এক প্রতিবেদনে সোমবার (৩০ জুন) জানানো হয়, গত শুক্রবার (২৭ জুন) সিডনির একটি ব্যবসা প্রতিষ্ঠানের সামনে এই বিক্ষোভ অনুষ্ঠিত হয়। প্রতিষ্ঠানটির বিরুদ্ধে অভিযোগ রয়েছে, তারা ইসরায়েলি সেনাবাহিনীর ব্যবহৃত এফ-৩৫ যুদ্ধবিমানের যন্ত্রাংশ তৈরি করে। এটি মহাকাশ ও প্রতিরক্ষা খাতে ইলেকট্রোপ্লেটিং এবং পৃষ্ঠতল আবরণ পরিষেবা দিয়ে থাকে।

বিক্ষোভকারীদের দাবি, এ প্রতিষ্ঠানের মাধ্যমে ইসরায়েলি আগ্রাসনে পরোক্ষভাবে সহায়তা করা হচ্ছে। তবে নিউ সাউথ ওয়েলস পুলিশ জানায়, বিক্ষোভকারীরা আগাম কোনো অনুমতি ছাড়াই সমাবেশে অংশ নেয়, যা স্থানীয় আইনে শাস্তিযোগ্য অপরাধ। এ কারণে পুলিশ বিক্ষোভকারীদের গ্রেপ্তার করতে গেলে সংঘর্ষ বাধে।

এ সময় ৩৫ বছর বয়সী হান্না থমাস পুলিশের কাজে বাধা দেওয়ার চেষ্টা করলে তার মুখে গুরুতর আঘাত লাগে। তাকে তাৎক্ষণিকভাবে ব্যাংকসটাউন হাসপাতালে ভর্তি করা হয়। অনলাইনে ছড়িয়ে পড়া ছবিতে দেখা গেছে, থমাসের ডান চোখ ফুলে গেছে এবং মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তার পরিবার ও বন্ধুদের আশঙ্কা, তিনি সেই চোখের দৃষ্টিশক্তি হারাতে পারেন।

হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রোববার (২৯ জুন) হান্না বলেন, “আমি শান্তিপূর্ণ প্রতিবাদ করছিলাম, কিন্তু পুলিশ আমার ওপর আক্রমণ করেছে। হয়তো আমার ডান চোখে আমি আর দেখতে পাব না।” তিনি আরও বলেন, “এই কঠোর বিক্ষোভবিরোধী আইন পুলিশকে নির্মম ও সহিংস হতে উৎসাহ দিচ্ছে। গাজার মানুষ যেসব যন্ত্রণার মধ্যে দিয়ে যাচ্ছে, তার তুলনায় আমার এই কষ্ট কিছুই না। তবু আমি প্রতিবাদ চালিয়ে যাব।”

- Advertisement -spot_img

More articles

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ