Home সারাবিশ্ব ট্রাম্প ও নেতানিয়াহুকে ইসলামের শত্রু বলে ফতোয়া জারি

ট্রাম্প ও নেতানিয়াহুকে ইসলামের শত্রু বলে ফতোয়া জারি

0

ইসলাম ধর্মের বিরোধিতার অভিযোগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে “ইসলামের শত্রু” আখ্যা দিয়ে ফতোয়া জারি করেছেন ইরানের প্রভাবশালী শিয়া ধর্মীয় নেতা আয়াতুল্লাহ নাসির মাকারম শিরাজি।

তিনি বলেন, ইসলামী শরিয়তের দৃষ্টিতে যারা ইসলামবিরোধী অবস্থান নেয়, তাদের “মুহারিব” বা ধর্মের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণাকারী হিসেবে গণ্য করা হয়। ইরানের প্রচলিত আইনে মুহারিবের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড। ট্রাম্প ও নেতানিয়াহুকে মুহারিব ঘোষণা করে, শিরাজি মুসলিম দেশগুলোকে ঐক্যবদ্ধ হয়ে তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে আহ্বান জানান।

এর আগে একই ধরনের ফতোয়া দিয়েছিলেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আল খামেনি। তিনি ব্রিটিশ-ভারতীয় লেখক সালমান রুশদির বিরুদ্ধে ধর্ম অবমাননার অভিযোগে ফতোয়া জারি করেছিলেন।

এই ধরনের ফতোয়াকে ইসলাম ও মুসলমানদের প্রতি বৈরী অবস্থানের বিরুদ্ধে ইরানের রাজনৈতিক ও ধর্মীয় শক্ত অবস্থানের প্রতিফলন হিসেবে দেখা হচ্ছে।

Exit mobile version