ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার ব্যাগে একটি ম্যাগাজিন পাওয়ার ঘটনায় সাংবাদিকদের প্রশ্নের জবাব দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।
সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইনশৃঙ্খলা–বিষয়ক কোর কমিটির বৈঠক শেষে তিনি বলেন, “অনেকে বলছেন, তিনি AK-47 এর লাইসেন্স পেয়েছেন। কিন্তু বিষয়টি তা নয়। এটি তার পিস্তলের খালি একটি ম্যাগাজিন, যেটি ভুলবশত ব্যাগে রয়ে গিয়েছিল। এমন ভুল কারও সাথেই হতে পারে। যেমন অনেকে চশমা নিতে গিয়ে মোবাইল নিয়ে বের হন। যদি আগে জানতেন, তাহলে সেটি নিতেন না।”
আসিফ মাহমুদের বয়স ত্রিশ না হওয়ায় তার অস্ত্রের লাইসেন্স বৈধ কি না, এমন প্রশ্নে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “আমি ওই আইনটা দেখি নাই, তাই এই বিষয়ে মন্তব্য করতে পারছি না।”
বিমানবন্দরে দুই দফা স্ক্যানিংয়ে ম্যাগাজিনটি শনাক্ত না হওয়া এবং তৃতীয় দফায় ধরা পড়া প্রসঙ্গে তিনি বলেন, “অনেক সময় কেউ যদি প্রভাবশালী হয়, তাকে কিছুটা প্রিভিলেজ দেওয়া হয়। কিন্তু এই প্রক্রিয়ায় যেন কোনো ব্যতিক্রম না থাকে, তা নিশ্চিত করতে হবে। সবার জন্য আইন সমান হতে হবে।”
তিনি আরও জানান, পহেলা জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত দেশে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের অনুষ্ঠান রয়েছে। এসব উপলক্ষে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে করণীয় বিষয়ে বৈঠকে আলোচনা হয়েছে। বর্তমানে এসব অনুষ্ঠান ঘিরে কোনো নির্দিষ্ট হুমকি নেই বলেও তিনি জানান।