Home জাতীয় পদত্যাগ করলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন যশোরের আহ্বায়ক রাশেদ খান

পদত্যাগ করলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন যশোরের আহ্বায়ক রাশেদ খান

0

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যশোর জেলা আহ্বায়ক রাশেদ খান পদত্যাগ করেছেন। সোমবার (১ জুলাই) রাত ২টার দিকে নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এই সিদ্ধান্তের কথা জানান। স্ট্যাটাসে রাশেদ লেখেন, ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন যশোর জেলার আহ্বায়ক পদ থেকে আমি স্বেচ্ছায় অব্যাহতি নিচ্ছি। একই সঙ্গে এনসিপি এবং এর ছাত্র বা যুব উইংয়ের সঙ্গে আমার আর কোনো সম্পৃক্ততা নেই।’

তাঁর এই পদত্যাগ এমন এক সময়ে এলো, যখন জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে ছাত্র-জনতার বিজয়ের বর্ষপূর্তি উপলক্ষে সারা দেশে মোমবাতি প্রজ্বালন কর্মসূচি পালিত হচ্ছে। রাশেদের স্ট্যাটাস সামাজিক মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে এবং এতে নেতাকর্মীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা যায়। কেউ কেউ বিস্ময় প্রকাশ করেছেন, আবার কেউ শুরু করেছেন আলোচনা-সমালোচনা।

গভীর রাতে তাঁর সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোনে সাড়া দেননি। তবে এক সহকর্মীর ইনবক্সে তিনি লেখেন, ‘সারাক্ষণ কাঁদা ছোঁড়াছুড়ি। এসব আর ভালো লাগছে না।’

উল্লেখ্য, ২০২৩ সালের ২৬ নভেম্বর রাশেদ খানকে আহ্বায়ক এবং জেসিনা মোর্শেদ প্রাপ্তিকে সদস্যসচিব করে ১০১ সদস্যবিশিষ্ট যশোর জেলা কমিটি অনুমোদন দেয় কেন্দ্রীয় কমিটি। তবে কমিটি ঘোষণার ২৪ ঘণ্টার মধ্যেই নৈতিক স্খলনের অভিযোগ তুলে যুগ্ম আহ্বায়ক-১ মাসুম বিল্লাহ পদত্যাগ করেন। এরপর আরও সাতজন নেতা পদত্যাগ করেন ছাত্রলীগের নেতাকর্মীদের পুনর্বাসনের অভিযোগ তুলে।

চলতি বছরের ৫ ফেব্রুয়ারি উপজেলা কমিটি গঠনকে ঘিরে অনৈতিকতার অভিযোগে সদস্যসচিব প্রাপ্তির পদ স্থগিত করে কেন্দ্রীয় কমিটি। সময়ের সঙ্গে সঙ্গে সংগঠনের কেন্দ্রীয় ও জেলা নেতৃত্বের বিরুদ্ধে নানা নীতিবহির্ভূত কর্মকাণ্ডের অভিযোগ ওঠে। ফলে অনেক নেতাকর্মী নিষ্ক্রিয় হয়ে পড়েন, কেন্দ্রীয় কর্মসূচিতেও অংশগ্রহণ করেন না বেশিরভাগ।

রাশেদ খান যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। কোটা সংস্কার আন্দোলনের সময় থেকেই তিনি যশোরে নেতৃত্ব দিয়ে আসছিলেন। বাম রাজনীতির ব্যাকগ্রাউন্ড থেকে উঠে আসা রাশেদ জুলাই আন্দোলনের সময় জেলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। তার পরিপ্রেক্ষিতে কেন্দ্রীয় কমিটি তাঁকে যশোর জেলার আহ্বায়ক করে দায়িত্ব দেয়।

তাঁর এই হঠাৎ পদত্যাগে জেলার রাজনৈতিক অঙ্গন এবং সংগঠনের ভেতরে আলোড়ন সৃষ্টি হয়েছে। রাশেদের অনুসারী হিসেবে পরিচিত অন্তত এক ডজন নেতাকর্মীরও পদত্যাগের সম্ভাবনা নিয়ে গুঞ্জন উঠেছে।

Exit mobile version