25.7 C
Khulna
Monday, July 7, 2025

কৃষকের কাছে ৫০ হাজার টাকা চাঁদা দাবি এনসিপির দুই নেতার

বুড়িচংয়ে কৃষকের অভিযোগ: ছাত্র সংগঠনের দুই নেতার বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ

কুমিল্লার বুড়িচং উপজেলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) স্থানীয় নেতাদের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ তুলেছেন এক কৃষক। ষোলনল ইউনিয়নের পূর্বহুড়া গ্রামের কৃষক শফিকুর রহমান শিমুল অভিযোগ করেছেন, ফসলি জমি থেকে বালু সরানোর কাজে বাধা দিয়ে তার কাছে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করা হয়েছে।

অভিযোগে তিনি জানান, বুড়িচং উপজেলার এনসিপি সদস্য নিহাদ সিদ্দিকী ও ছাত্র আন্দোলনের সমন্বয়ক কামরুজ্জামান পিয়াস স্থানীয় প্রশাসনের সঙ্গে তোলা ছবি দেখিয়ে প্রভাব খাটান এবং একটি সিন্ডিকেটের মাধ্যমে কৃষকদের কাছ থেকে চাঁদা আদায় করেন।

একটি ভিডিওতে দেখা গেছে, চাঁদার বিষয় নিয়ে স্থানীয় বিএনপি সভাপতি সালেহ আহমেদের মাধ্যমে উভয়পক্ষের মধ্যে একটি সমঝোতার বৈঠক হয়। বৈঠকে প্রথমে ২৫ হাজার টাকা ধার্য করা হলেও কৃষক শফিক ৫ হাজার টাকার বেশি দিতে রাজি হননি। এই বৈঠক হয় কামরুজ্জামান পিয়াসের ভাই কামরুলের ফার্মেসিতে।

কৃষক শফিক জানান, ২০২৪ সালের আগস্টে ভয়াবহ বন্যার ফলে তার কৃষি জমিতে বালুর স্তর জমে যায়, যা সরাতে স্থানীয় প্রশাসনের অনুমতি নিয়ে উদ্যোগ নেওয়া হয়। তবে বুড়িচং উপজেলার সহকারী কমিশনার (ভূমি) সোনিয়া হক বলেন, চরের বালু কাটার জন্য কেউকে অনুমতি দেওয়া হয়নি।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত নিহাদ সিদ্দিকী বলেন, তিনি ইউনিয়নভিত্তিক মাটি কাটার সমন্বয়ক হিসেবে কাজ করেছেন এবং চাঁদা দাবি করেননি। কামরুজ্জামান পিয়াসও দাবি করেন, তিনি শুধু কথাবার্তা বলেছেন, চাঁদা দাবি করেননি।

বিষয়টি নিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কুমিল্লা জেলা আহ্বায়ক সাকিব হোসেন বলেন, “আমি এ বিষয়ে অবগত না। কারো কাছেই চাঁদা চাওয়া উচিত না। আমি বিষয়টি খতিয়ে দেখছি।”

এদিকে, এনসিপির বুড়িচং উপজেলা প্রধান সমন্বয়কারী তারেক ইমামকে বারবার ফোন করেও তার কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

বুড়িচং থানার অফিসার ইনচার্জ মো. আজিজুল হক জানান, এখনো কোনো লিখিত অভিযোগ আসেনি। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

- Advertisement -spot_img

More articles

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ