25.7 C
Khulna
Monday, July 7, 2025

৫ লাখ কর্ম ভিসা দিচ্ছে ইতালি, পাবেন যারা

ইউরোপীয় ইউনিয়নের বাইরের দেশগুলোর নাগরিকদের জন্য প্রায় ৫ লাখ কর্মভিসা ইস্যু করার পরিকল্পনা নিয়েছে ইতালি। শ্রমবাজারে জনবল সংকট কাটাতে এবং বৈধ অভিবাসন উৎসাহিত করতে এমন উদ্যোগ নিয়েছে দেশটির সরকার।

সোমবার (৩০ জুন) এক সরকারি বিবৃতিতে জানানো হয়, ২০২৬ থেকে ২০২৮ সালের মধ্যে মোট ৪ লাখ ৯৭ হাজার ৫৫০ জনকে কর্মভিসা প্রদান করা হবে। এর মধ্যে কেবল ২০২৬ সালেই ১ লাখ ৬৪ হাজার ৮৫০টি ভিসা ইস্যু করার পরিকল্পনা রয়েছে।

এই ঘোষণাটি ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সরকারের দ্বিতীয়বারের মতো এমন একটি উদ্যোগ। এর আগে ২০২৩ থেকে ২০২৫ সাল পর্যন্ত ইতালিতে বৈধভাবে অবস্থানের জন্য সাড়ে চার লাখের বেশি পারমিট ইস্যু করার পরিকল্পনা নেওয়া হয়।

বৈধ অভিবাসনের সুযোগ বৃদ্ধির পাশাপাশি, মেলোনি সরকার অবৈধ অভিবাসনের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে। তিনি পুনর্বাসন প্রক্রিয়া দ্রুত করার পাশাপাশি ভূমধ্যসাগরে অভিবাসনকারীদের উদ্ধারকারী এনজিওগুলোর কার্যক্রম সীমিত করতে পদক্ষেপ গ্রহণ করেছেন।

সরকারি বিবৃতিতে আরও বলা হয়েছে, শ্রম ও শিল্প খাতের চাহিদা, এবং গত কয়েক বছরে জমা পড়া প্রকৃত কর্মভিসার আবেদন পর্যালোচনা করে কোটা নির্ধারণ করা হয়েছে। লক্ষ্য হচ্ছে ব্যবসায়িক প্রয়োজনে কার্যকর সমাধান নিশ্চিত করা এবং বাস্তবসম্মতভাবে কর্মী সরবরাহ করা।

ইতালির কৃষি খাতের অন্যতম সংগঠন কোলদিরেত্তি সরকারের এ সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে বলেছে, এটি মাঠ পর্যায়ে শ্রমিকের সহজলভ্যতা নিশ্চিত করবে এবং দেশের খাদ্য উৎপাদন ব্যবস্থাকে আরও স্থিতিশীল করবে।

- Advertisement -spot_img

More articles

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ