১ জুলাই খুলনা ।। প্রতিদিন খুলনা
মাদকের বিস্তার রোধে খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি) নিয়মিতভাবে অভিযান পরিচালনা করে আসছে। এরই অংশ হিসেবে ১ জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ দুপুর ১টা ১০ মিনিটে হরিণটানা থানা পুলিশের একটি টিম খুলনা-সাতক্ষীরা মহাসড়কের জিরোপয়েন্ট মোড় সংলগ্ন রুচি হোটেলের সামনে অভিযান চালিয়ে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে।
আটক ব্যক্তির নাম ওমর ফারুক (২৪), পিতা-মশিয়ার, সাং-৩ নং ওয়ার্ড, কুলিয়া ইউনিয়ন, থানা-দেবহাটা, জেলা-সাতক্ষীরা। তার হেফাজত থেকে মোট ১৯ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।
হরিণটানা থানায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। পুলিশ জানায়, গ্রেফতারকৃত আসামিকে নিবিড়ভাবে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পাশাপাশি থানার রেকর্ড ও সিডিএমএস পর্যালোচনা করে তার বিরুদ্ধে অতীত কোনো মামলা আছে কিনা তাও যাচাই করা হচ্ছে।
জব্দকৃত মাদকের উৎস, পরিবহনে জড়িত ব্যক্তি, অর্থ সরবরাহকারী এবং মাদক চক্রের গডফাদারদের শনাক্ত করে তাদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।