25 C
Khulna
Tuesday, July 8, 2025

যেকোনো মূল্যে জাতীয় ঐক্য বজায় রাখার আহ্বান খালেদা জিয়ার

মঙ্গলবার রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত ‘গণ-অভ্যুত্থান ২০২৪ : জাতীয় ঐক্য ও গণতান্ত্রিক অভিযাত্রা’ শীর্ষক আলোচনা সভা এবং শহীদ পরিবারের সম্মাননা অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এ কথা বলেন।

জুলাই-আগস্টের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের প্রসঙ্গ টেনে তিনি বলেন, “যেকোনো মূল্যে এই রক্তস্রোত ও মায়ের অশ্রুধারা যেন বৃথা না যায়, তা নিশ্চিত করতে হবে। জাতীয় ঐক্য রক্ষা করতেই হবে।”

খালেদা জিয়া অভিযোগ করে বলেন, গত ১৬ বছর ধরে আওয়ামী শাসকগোষ্ঠী নির্মম দমন-পীড়নের মাধ্যমে গণতন্ত্রকে হত্যা করে একদলীয় শাসন টিকিয়ে রাখার চেষ্টা করেছে। তবে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে ফ্যাসিবাদের পতন হয়েছে এবং বাংলাদেশের পুনর্গঠনের নতুন সুযোগ সৃষ্টি হয়েছে।

তিনি শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বলেন, “এই আত্মত্যাগ জাতি কখনো ভুলবে না।”

তিনি আরও বলেন, গুম, খুন, ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের শিকার ব্যক্তিদের তালিকা প্রণয়ন করতে হবে এবং ক্ষতিগ্রস্ত পরিবারের নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করতে হবে।

গণতান্ত্রিক ব্যবস্থাকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া, কর্মসংস্থান সৃষ্টি এবং জনগণের নিরাপত্তা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করে খালেদা জিয়া বলেন, “বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সবাইকে একযোগে কাজ করতে হবে।”

শেষে তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্বপ্নের বাংলাদেশ গড়ার আহ্বান জানান।

- Advertisement -spot_img

More articles

- Advertisement -spot_img

সর্বশেষ সংবাদ